পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ পিএম, ১৯ মার্চ ২০২২
পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

দানি আলভেজ ও লিওনেল মেসির সম্পর্কটা বার্সেলোনার ‘আতুড়ঘর’ খ্যাত লা মাসিয়া থেকে। দীর্ঘদিন দু’জন খেলেছেন একসঙ্গে। একে অপরকে বুঝেন ভালো। এবার আলভেজ বললেন, তিনি বিশ্বাস করেন যে লিওনেল মেসি প্যারিস সেন্ট জার্মেইতে তার সময়টা উপভোগ করছেন না।

গত গ্রীষ্মে দলবদলের সময় বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। ফরাসি ক্লাবটিতে যাওয়ার পর নিজের ছায়া হয়েই থেকেছেন আর্জেন্টাইন জাদুকর। এখনো তেমন কিছু করতে পারেননি। পিএসজির সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়েছে পিএসজি। মেসি কিছুই করতে পারেননি। যার জন্য পিএসজি দর্শকের দুয়ো শুনতে হয়েছে তাকে।

ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের সতীর্থকে নিয়ে আলভেজ বলেন, ‘আমার মতে, মেসি নিজেকে উপভোগ করছেন না। লিও সেখানে (পিএসজি) উপভোগের একদম বাইরে অবস্থান করেছে।

আবারও বার্সেলোনায় ফিরে এসেছেন আলভেজ। ব্রাজিলিয়ান তারকা মনে করেন মেসিও আবার বার্সেলোনায় ফিরে আসবে। তিনি বলেন, ‘আশা করি সে বার্সেলোনায় ফিরে আসতে পারবে। আমি জানি না এটা সম্ভব কিনা। তবে সে যদি আসে...তাকে আমার সাথে এখানে আসতে দাও।’

২০১৬ সালে দানি আলভেজ যখন বার্সেলোনা ছেড়ে যাচ্ছিলেন তখন মেসি তাকে বার্সায় থাকার জন্য বলছিলেন। সেটা মনে করে ব্রাজিলিয়ান রাইট ব্যাক বলেন, “লিও সবসময় আমাকে বলত, ‘তুমি এখানের চেয়ে ভালো আর কোথায় যাচ্ছো?”

একই বার্তাটা আলভেজ বন্ধুকে পাঠিয়েছিলেন যখন শুনলেন মেসি বার্সা ছেড়ে যাচ্ছেন। আলভেজ বলেন, ‘আমি দেখেছি, এখানকার চেয়ে ভালো জায়গা আর নেই। এমনকি যখন সংবাদ প্রকাশিত হয়েছিল যে সে (মেসি) চলে যাচ্ছেন, আমিও ওকে একই বার্তা পাঠিয়েছিলাম যা সে আমাকে বলেছিল।”

সতীর্থ পেদ্রিকে নিয়েও কথা বলেছেন তিনি। পেদ্রি জাভিকে মনে করিয়ে দেয় জানিয়ে আলভেজ বলেন, ‘পেদ্রি আমাকে জাভির কথা মনে করিয়ে দেয়। ও এমন জিনিসগুলো দেখে যা অন্যরা দেখে না। অন্যরা যা করতে পারে না তা সে করে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে

রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে

বদলে যাচ্ছে বার্সেলোনার ৬৫ বছরের ইতিহাস

বদলে যাচ্ছে বার্সেলোনার ৬৫ বছরের ইতিহাস

মেসিকে বিদায় দিলেও অনুশোচনা নেই বার্সা সভাপতি লাপোর্তের

মেসিকে বিদায় দিলেও অনুশোচনা নেই বার্সা সভাপতি লাপোর্তের

রোনালদোকে অনিরাপদ ও স্বার্থপর মনে হয়েছিল : সামি খেদিরা

রোনালদোকে অনিরাপদ ও স্বার্থপর মনে হয়েছিল : সামি খেদিরা