এল ক্ল্যাসিকোতে বার্সা ভালো খেলবে ভাবতে পারেননি জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ পিএম, ২১ মার্চ ২০২২
এল ক্ল্যাসিকোতে বার্সা ভালো খেলবে ভাবতে পারেননি জাভি

কোচ রোন্যাল্ড কোম্যানের অধীনে ২০২১-২২ মৌসুমের শুরুটা বার্সেলোনার জন্য মোটেও ভালো ছিল না। অবশ্য কোচ হিসেবে জাভির দায়িত্ব নেওয়ার পর বদলেছে পরিস্থিতি। ফিরতে শুরু করেছে নিজেদের সেরা ছন্দে। এমন সময় রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। রিয়ালের বিপক্ষে বার্সেলোনা এত ভালো খেলবে তা ভাবতে পারেননি জাভি।

রোববার (২০ মার্চ) রাতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো ব্যার্নাব্যুতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। এই ম্যাচে স্বাগতিকদের কোনো পাত্তাই দেয়নি কাতালান ক্লাবটি। তাদেরকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। এই জয়ের পর বেশ অবাকই হয়েছেন জাভি।

তিনি বলেন, ‘আমরা এই ফলাফলের জন্য কঠিন পরিশ্রম করেছি। তবে আমরা আধিপত্য বিস্তার করবো তা ভাবতে পারিনি। আমরা প্রতিদ্বন্দ্বীতা আশা করেছিলাম। যাই হোক আমরা খুব খুশি।’

রিয়ালের বিপক্ষে সর্বশেষ কবে আধিপত্য বিস্তার করে ম্যাচ জিতেছিল বার্সেলোনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরতে হবে ২০০৯ সালে। পেপ গার্দিওয়ালার অধীনে রিয়ালের বিপক্ষে ৬-২ গোলের জয় পায় বার্সেলোনা। এরপর থেকেই দুই দলের লড়াই মানেই ছিল কঠিন প্রতিদ্বন্দ্বীতা।

ওই জয়ের সাথে তুলনা করে জাভি বলেন, ‘এটা তুলনা হতে পারে। তবে আমরা দুই ম্যাচেই বেশ আধিপত্য ধরে রেখে খেলেছিলাম।’

রিয়ালের বিপক্ষে এই জয়ের পর আর পথ হারাতে চান না জাভি। নিজের দলের সেরা ফর্ম ধরেই এগিয়ে যেতে চান।

এ বিষয়ে জাভির ভাষ্য, ‘আমাদের কাজ করে যেতে হবে। এটা ট্রফির বিষয় নয়। এখন আমাদের জিততে হবে।’

রিয়ালের বিপক্ষে বড় জয়ের পরও লা লিগার শিরোপায় চোখ রাখছেন না জাভি। বরং চ্যাম্পিয়নস লিগে নিজেদের জায়গা করে মরিয়া হয়ে আছেন তিনি।

বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা। তারপর লিগ শিরোপার ব্যাপারে ভাবা যাবে। আমরা এখনও আমাদের লক্ষ্য অর্জন করতে পারিনি। আমাদের কাজ করে যেতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এল ক্ল্যাসিকো হারের দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন আনচেলত্তি

এল ক্ল্যাসিকো হারের দায়ভার নিজের কাঁধে নিচ্ছেন আনচেলত্তি

বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রিয়াল

বার্সেলোনার গোলবন্যায় ভেসে গেল রিয়াল

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা : জাভি

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা : জাভি

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ