রাফিনহাকে দলে ভেড়াতে তাড়া নেই বার্সার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৮ মার্চ ২০২২
রাফিনহাকে দলে ভেড়াতে তাড়া নেই বার্সার

ফরাসি তারকা উসমান দেম্বেলে বার্সেলোনায় থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তার জায়গায় লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড রাফিনহার কথা ভেবেছিল বার্সা। তবে এই ব্যাপারে কোনো তাড়াহুড়ো করতে চায় না স্প্যানিশ ক্লাবটি।। ব্রাজিলিয়ানকে দলে ভেড়াতে এখনও সিদ্ধান্ত নেয়নি তারা।

বার্সার পক্ষ থেকে রাফিনহার ব্যাপারে এখনো প্রস্তাব করা হয়নি। এই ব্রাজিলিয়ান তরুণের দাম ৪০ মিলিয়ন ইউরো ধরে বসে আছে তার দল লিডস। তবে কাতালানরা এখনি ভাবছে না কিছু।

ঐদিকে লিডসও মৌসুমের মাঝপথে দলবদলের ব্যাপারে বিভ্রান্তিতে পড়তে চায় না। তাদের লক্ষ্য এখন লিগে রেলিগেশন এড়ানো। লিডসের আক্রমণভাগের নেতৃত্ব আছেন রাফিনহা। ইংলিশ ক্লাবটির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি।

অন্যদিকে বার্সেলোনাও একজন রাইট উইঙ্গার খুজছে। তাদের হাতে যদিও বেশ কয়েকটি বিকল্প আছে। সে হিসেবে দেম্বেলে থেকে যেতে পারেন কিংবা আডামা ট্রাওরের চুক্তি স্থায়ী হতে পারে।

বার্সেলোনায় আসতে খুব আগ্রহী ২৫ বছর বয়সী রাফিনহা। কিন্তু তার বর্তমান ক্লাব লিডস আলোচনায় আগ্রহী নয়। কেননা প্রিমিয়ার লিগে তাদের অবস্থান এখনো অনিশ্চিত। পয়েন্ট টেবিলে নিরাপত্তা শঙ্কায় ধুকছে লিডস।

ওইদিকে গুঞ্জন শোনা যাচ্ছে অস্কার মিনগুয়েজাকে বিক্রি করে দিতে পারে বার্সা। এই তরুণ ডিফেন্ডার কেন্দ্রীয় ডিফেন্ডারদের আধিক্যের কারণে ক্যাম্প ন্যুর জটিলতা সম্পর্কে সচেতন। তবে মিনগুয়েজা এখনো তার ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেননি। তার চুক্তির মেয়াদ ২০২৩ সালের জুনে শেষ হবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

দেম্বেলে একটা ক্ষ্যাপাটে খেলোয়াড় : পেদ্রি

দেম্বেলে একটা ক্ষ্যাপাটে খেলোয়াড় : পেদ্রি

দেম্বেলের জায়গায় বার্সেলোনার প্রথম পছন্দ রাফিনহা

দেম্বেলের জায়গায় বার্সেলোনার প্রথম পছন্দ রাফিনহা

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা : জাভি

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা : জাভি

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ