কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ পিএম, ০১ এপ্রিল ২০২২
কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল

কাতারের রাজধানী দোহায় বসেছে ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। এখানেই নির্ধারিত হচ্ছে দলগুলোর গ্রুপ ভাগ্য।  কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা আর ‘জি’ গ্রুপে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

শুক্রবার (১ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় বসেছে ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। এর আগে বৃহস্পতিবার (৩১ মার্চ) ফিফা র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সুযোগ পাওয়া দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়।

র‍্যাঙ্কিং অনুযায়ী এক নম্বরে পটে ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের নাম। তাই একই গ্রুপে ব্রাজিল আর্জেন্টিনার নাম থাকবে না তা নিশ্চিতই ছিল। তবে তারা কোন গ্রুপে পড়েবে এবং তাদের গ্রুপ সঙ্গী কারা হবে তা নিয়ে সবার মধ্যেই কাজ করছিল উৎকণ্ঠা।

ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে পড়েছে আর্জেন্টিনা। গ্রুপের প্রথম দল ছিল তারা। আর ‘জি’ গ্রুপের প্রথম দল হিসেবে উঠেছিল ব্রাজিলের নাম।

‘সি’ গ্রুপে আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী হয়েছে মেক্সিকো (সি-৩), সৌদি আরব (সি-২) এবং পোল্যান্ড (সি-৪)। অর্থাৎ গ্রুপ পর্বেই দেখা মিলবে রবার্ট লেভানডস্কি এবং মেসির দ্বৈরথ।

এদিকে নেইমারের ব্রাজিলের গ্রুপ সঙ্গী হয়েছে সার্বিয়া (জি-২), সুইজারল্যান্ড (জি-৩) এবং ক্যামেরুন (জি-৪)।

কাতার বিশ্বকাপের গ্রুপিং-

গ্রুপ ‘এ’
কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস।

গ্রুপ ‘বি’
ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান প্লে-অফ জয়ী।

গ্রুপ ‘সি’
আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।

গ্রুপ ‘ডি’
ফ্রান্স, আন্তঃমহাদেশীয় প্লে-অফ-১, ডেনমার্ক, তিউনিশিয়া।

গ্রুপ ‘ই’
স্পেন, আন্তঃমহাদেশীয় প্লে-অফ-২, জার্মানি, জাপান।

গ্রুপ ‘এফ’
বেলজিয়াম, কানাডা, ক্রোয়েশিয়া, মরক্কো।

গ্রুপ ‘জি’
ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।

গ্রুপ ‘এইচ’
পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল ‘আল রিহলা’

কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল ‘আল রিহলা’

ফুটবল বিশ্বকাপে কাতারের আট স্টেডিয়াম

ফুটবল বিশ্বকাপে কাতারের আট স্টেডিয়াম

কাতার বিশ্বকাপে রেকর্ড ৭ বিলিয়ন ডলার আয় করতে চায় ফিফা

কাতার বিশ্বকাপে রেকর্ড ৭ বিলিয়ন ডলার আয় করতে চায় ফিফা

কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ

কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ