স্কালোনির চোখে বিশ্বকাপে 'কঠিন গ্রুপে' আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ এএম, ০২ এপ্রিল ২০২২
স্কালোনির চোখে বিশ্বকাপে 'কঠিন গ্রুপে' আর্জেন্টিনা

ফিফা ফু্টবল বিশ্বকাপের আগের আসরগুলোয় বেশ কঠিন গ্রুপেই পড়েছিল আর্জেন্টিনা। তুননায় কাতার বিশ্বকাপে সহজ গ্রুপেই পেয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। তবে এটা মানতে নারাজ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নিজেদের গ্রুপে কঠিন সব প্রতিপক্ষ দেখছেন আলবিসেলেস্তে কোচ।

শুক্রবার (১ এপ্রিল) কাতারের দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ড্রয়ে গ্রুপ ‘সি’তে তিন প্রতিপক্ষ হিসেবে পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকোকে পেয়েছে আর্জেন্টিনা। খালি চোখে বেশ সহজ গ্রুপই মনে হচ্ছে। কিন্তু কোনো দলকেই দুর্বল ভাবছেন না স্কালোনি।

গ্রুপ ‘সি’ পার হতে অবশ্য খুব বেশি কষ্ট হওয়ার কথা না আর্জেন্টিনার। এখানে পোল্যান্ড বিশ্বকাপে এসেছে বাছাইপর্বে খেলে। এশিয়া অঞ্চলের বাছাইয়ে নিজেদের গ্রুপের সেরা হয়ে এসেছে সৌদি। কনকাকাফ অঞ্চল থেকে বাছাইয়ে দ্বিতীয় হয়ে এসেছে মেক্সিকো।

ঐদিকে আর্জেন্টিনার এই দলটা আছে নিজেদের সেরা সময়ে। ২০১৯ সাল থেকে টানা ৩১ ম্যাচ অপরাজিত হয়ে ছুটে চলছে স্কালোনির দল। জিতেছে কোপা আমেরিকার শিরোপাও। হিসেব করলে দেখা যায়, মেসিদের থেকে যোজন পিছিয়ে আছে বাকি দলগুলো।

তবে সব পিছনে ফেলে বিশ্বকাপে নতুন করে চোখ রাখতে চান আর্জেন্টিনা কোচ।। ড্র অনুষ্ঠান শেষে ৪৩ বছর বয়সী স্কালোনি গণমাধ্যমকে বলেন, কোনো ম্যাচই সহজ আশা করছেন না তিনি। কোনো দলই দুর্বল নয়।

স্কালোনি বলেন, ‘যেকোনো দলকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। যে গ্রুপে পড়েছি তার জন্য আমরা প্রস্তুত। এই গ্রুপে কঠিন সব দল রয়েছে। প্রতিপক্ষ হিসেবে মেক্সিকো কতটা কঠিন তা আমরা জানি। পোল্যান্ড সুইডেনকে ভালোভাবেই হারিয়েছে এবং আরব খুব ভালো একটি দল।’

প্রতিপক্ষকে সম্মান জানিয়ে স্কালোনি বলেন, ‘আমরা সবাইকে সম্মান করি। আমাদের বিশ্বাস আছে, আমরা ভালো করতে পারি। যদিও আমরা গ্রুপ পর্ব ভালো করতে পারি কিন্তু প্রতিপক্ষ দলগুলোকেও সর্বোচ্চ সম্মনা দিতে হবে। তারা কিন্তু দুর্বল নয়।’

চলতি বছরের ২১ নভেম্বর পর্দা উঠবে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের। ৩২ দলের অংশগ্রহণে মাসব্যাপী চলার পর ১৮ ডিসেম্বর সমাপ্তি ঘটবে জমকালো এই টুর্নামেন্টের। এর মধ্যেই ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। বাকি তিন দল নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় ও ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল থেকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল

আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন গ্রুপে ব্রাজিল

কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল

কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল

কাতার বিশ্বকাপে খেলতে না পারায় ছাটাই নাইজেরিয়ার কোচিং প্যানেল

কাতার বিশ্বকাপে খেলতে না পারায় ছাটাই নাইজেরিয়ার কোচিং প্যানেল

কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ

কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ