প্রথমবারের মতো টিকটকে দেখা যাবে লা লিগার ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৮ এপ্রিল ২০২২
প্রথমবারের মতো টিকটকে দেখা যাবে লা লিগার ম্যাচ

বর্তমান বিশ্বে অন্যতম জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম টিকটক। এবার এই প্ল্যাটফর্মে দেখা যাবে ইউরোপিয়ান লিগের কোনো ম্যাচ। লা লিগায় রিয়াল বেটিস এবং রিয়াল সোসিয়াদাদের মধ্যকার টিকটকে দেখাবে ব্রডকাস্টার প্রতিষ্ঠান গুল।

টিভি কিংবা অন্যান্য ভিডিও প্লাটফর্মে যেভাবে ফুটবল ম্যাচ দেখানো হয়, সেইভাবে দেখানো হবে না এই ম্যাচ। টিকটকের সাধারণ ফরম্যাট ৯:৬ অনুপাতেই এই ম্যাচ দেখানো হবে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রডকাস্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি।

গুল জানিয়েছে, প্রথমবারে মতো স্প্যানিশ লিগ কিংবা ইউরোপিয়ান লিগের কোনো ম্যাচ টিকটকে দেখা যাবে। এর আগে ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুইটি টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল টিকটক।

টিকটকে খেলা দেখানোর জন্য এর পিছনে ৩০ জন কাজ করবে বলেও জানানো হয়েছে। বিশেষ এক ডিভাইস ব্যবহার করে পুরো ম্যাচে ছবি ৪ হাজার রেজুলেশনে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

টিকটকে লা লিগার এই ম্যাচটি পরীক্ষামূলকভাবে সম্প্রচার করা হবে। তাই সাধারণ দর্শকরা টিভি পর্দাতেও দেখতে পারবেন ম্যাচটি।

টিকটকে খেলা দেখানোর বিষয়ে লা লিগার ডিজিটাল স্ট্রাটেজি পরিচালক আলফ্রেডো বেরমোজো বলেন, ‘লা লিগার নতুন দর্শক তৈরিতে ও সব ধরনের দর্শকের কাছে ফুটবল পৌঁছে দিতে এটা বড়ও একটি পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘টিকটকের সঙ্গে এই চুক্তিটি নিশ্চিত করে যে লা লিগা সাম্প্রতিক মৌসুমে আলাদা মান তৈরি করা ও ম্যাচের সম্প্রচারে উদ্ভাবন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য যে, চলতি ২০২১-২২ মৌসুম থেকে লা লিগার সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে টিকটক। আর লা লিগার ম্যাচ প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে দেখানো হচ্ছে না। এর আগে ফেসবুকে লা লিগার খেলা সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কঠোর পরিশ্রম করলে দেম্বেলে বিশ্বসেরা হতে পারবে: জাভি

কঠোর পরিশ্রম করলে দেম্বেলে বিশ্বসেরা হতে পারবে: জাভি

ফর্ম ধরে রাখলে বার্সেলোনা শিরোপা জিতবে : লাপোর্তে

ফর্ম ধরে রাখলে বার্সেলোনা শিরোপা জিতবে : লাপোর্তে

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা : জাভি

মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা : জাভি

দল-বদলে বার্সেলোনার খরচসীমা ‘১৪৪ মিলিয়ন’ ইউরো

দল-বদলে বার্সেলোনার খরচসীমা ‘১৪৪ মিলিয়ন’ ইউরো