সাউথাম্পটনকে গোলবন্যায় ভাসালো চেলসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ১০ এপ্রিল ২০২২
সাউথাম্পটনকে গোলবন্যায় ভাসালো চেলসি

সামনেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তাও আবার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের মতো ফর্মের তুঙ্গে থাকা দল। গত সপ্তাহটা হতাশায় কাটা চেলসির জন্য প্রিমিয়ার লিগের ম্যাচটা ছিল আত্মবিশ্বাস ফেরানোর ম্যাচ। তাতে সাউথাম্পটনকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দারুণ প্রস্তুতি সেরে রাখলো টমাস টুখেলের দল।

সাউথাম্পটনের মাঠে বাংলাদেশ সময় শনিবার (৯ এপ্রিল) মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের শুরু থেকেই নিজেদের আক্রমনাত্মক ধারার জানান দেয় চেলসি। তাতে মাত্র ৮ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় তারা। ম্যাসন মাউন্টের কাছ থেকে বল পেয়ে চেলসিকে এগিয়ে নেন মার্কো অ্যালন্সো।

ঠিক আট মিনিট পর এবার দৃশ্যপটে ম্যাসন মাউন্ট নিজেই। বল নিয়ে মাঠের বাম দিক দিয়ে ঢুকে বক্সের বাইরে থেকে বাম পায়ের বুলেট গতির শটে সাউদাম্পটনের জাল কাঁপিয়ে দেন মাউন্ট।

মাউন্টের গোলের ঠিক আট মিনিট পর আবার গোল। এবার টিমো ওয়ার্নার।মাঠের বাম সাইড দিয়ে ঢুকে বেশ কঠিন জায়গায় এসে পড়েন ওয়ার্নার। দ্বিধা রেখেই কঠিন অ্যাঙ্গেল থেকে বাম পায়ে শট নেন চেলসি তারকা। তাতেই ব্যবধান ৩-০ করে চেলসি।

৩১ মিনিটে সাউদাম্পটনের জালে এক হালি পূর্ন করে ইংলিশ জায়ান্টরা। দলীয় আক্রমণে সেন্টার বক্সে বল পেয়ে যান কাইল হাভার্টজ। দেরী না করে সহজ দুর্দান্ত শটে সহজ লক্ষ্য ভেদ করেন জার্মান তারকা।

প্রথমার্ধ আর গোলের সুযোগ পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে নেমেও নিজেদের আক্রমণের ধারা বজায় রাখে টুখেলের শিষ্যরা। তাতে ৪৯ মিনিটে ডান পায়ের জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়ার্নার।

পাঁচ মিনিট পর আরও এক গোলের ব্যবধান বাড়ান মাউন্ট। অ্যালন্সোর ক্রসে বল পেয়ে নিজের আয়ত্তে নিয়ে একদম সেন্টার বক্স থেকে সহজ লক্ষ্যভেদ করে গোল উৎসবে মাতেন ইংলিশ তারকা।

এই জয়ে ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনেই রইলো চেলসি। সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করেছে ম্যানচেস্টার সিটি। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে থেকে সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাদে শিরোপা জয়ের দশকপূর্তিতে উন্মোচিত হবে আগুয়েরোর ভাস্কর্য

ইতিহাদে শিরোপা জয়ের দশকপূর্তিতে উন্মোচিত হবে আগুয়েরোর ভাস্কর্য

ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বদলের নিয়ম

ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বদলের নিয়ম

নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি