প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের মাঝে এক মাসের বিরতি 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২০ এপ্রিল ২০২২
প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের মাঝে এক মাসের বিরতি 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে চলছে দলবদল। বৃহস্পতিবার শেষ হবে মধ্যবর্তী দলবদল। আর পরেই মাঠে গড়াবে প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের মাঝে এএফসি কাপ এবং এশিয়া কাপ বাছাইপর্বের জন্য এক মাসের বিরতি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের ২৪ এপ্রিল রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘের মুখোমুখি বসুন্ধরা কিংস ও গোপালগঞ্জের উত্তর বারিধারা বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই দুই ম্যাচ দিয়েই শুরু হবে প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব।

ঈদের আগে প্রিমিয়ার লিগ ফুটবলের দুই রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। আর ঈদের বিরতি শেষে ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত মাঠে গড়াবে আরও দুই রাউন্ড।

প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের চার রাউন্ড খেলে এএফসি কাপ খেলতে যাবে বসুন্ধরা কিংস। আর বসুন্ধরা কিংসের এএফসি কাপের গ্রুপ পর্বের মিশন শেষ বাংলাদেশ জাতীয় দল খেলবে এশিয়া কাপ বাছাইপর্ব।

চলতি বছরের ১৮-২৪ মে কলকাতায় এএফসি কাপ খেলবে বসুন্ধরা কিংস। সে সময় বসুন্ধরা কিংসের বাইরে থাকা জাতীয় দলের ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় দলের ক্যাম্প। আর বসুন্ধরা কিংস দেশে ফেরার পর জাতীয় দল উড়াল দিবে এশিয়া কাপ বাছাই পর্ব খেলতে।

চলতি বছরের জুনে মালেয়শিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ বাছাইপর্ব। এই টুর্নামেন্ট শেষে এক মাসের বিরতির পর ২০ জুন থেকে আবারও শুরু হবে প্রিমিয়ার লিগ ফুটবল। 

প্রথম পর্ব শেষে ২৬ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস শীর্ষে আছে। ঢাকা আবাহনী তাদের চেয়ে চার পয়েন্ট পেছনে। চলতি লিগে কিংস চ্যাম্পিয়ন হলে হ্যাটট্রিক শিরোপার স্বাদ পাবে। 

প্রথম পর্ব শেষে রেলিগেশন জোনে রয়েছে স্বাধীনতা ক্রীড়া সংষ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। স্বাধীনতা ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে, মুক্তিযোদ্ধার পয়েন্ট স্বাধীনতার চেয়ে এক বেশি। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান

আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান

ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা

আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম