সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৫ এপ্রিল ২০২২
সিটিকে নিয়ে রিয়ালকে ভাবার পরামর্শ তেভেজের

চ্যাম্পিয়নস লিগের চলতি ২০২১-২২ মৌসুমে সেমিফাইনালে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে সিটিকে নিয়ে ভাবার পরামর্শ দিয়েছে সাবেক সিটিজেন স্ট্রাইকার কার্লোজ তেভেজ।

ম্যানচেস্টার সিটিকে এখন ইউরোপের বাকি শক্তিশালী দলগুলোর কাতারেই রাখছেন তিনি। যদিও সিটি মালিক শেখ মনসুরের প্রথম দিকের সময় পরিবেশ এমন ছিল না। এরপর বড় অঙ্কের বিনিয়োগ এবং দারুণ সব কর্মকর্তাদের জন্য সিটি আজকে এই জায়গায় পৌছায়ছে বলে মনে করেন তেভেজ।

তেভেজ বিশ্বাস করেন সিটি এখন দারুণ ব্যবসায়ী ক্লাব এবং পেপ গার্দিওলার অধীনে তারা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে ভয় পাবে না।

ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের আসন্ন মহারণকে সমানে-সমান লড়াই বলছেন তেভেজ। সাবেক আর্জেন্টাইন ফুটবলার বলেন, “এটি সমানে-সমান লড়াই হবে। আমি সিটিকে এই অবস্থানে দেখে খুব খুশি। তারা ইউরোপের সেরা দলের বিপক্ষে লড়াই করবে। যদিও এখনও চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব হয়নি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দশ বছর পর এসে রিয়াল মাদ্রিদের মতো দলের সমান ফুটবল খেলছে।”

২০১২-১৩ সালে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সিটির হয়ে মাঠে নেমছিলেন তেভেজ, ম্যাচটি ২-৩ গোলের ব্যবধানে হেরেছিল সিটিজেনরা।

সিটির অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, “এখনকার দিনে পরিস্থিতি পুরোটাই ভিন্ন। রিয়াল মাদ্রিদের মত দলকে এখন সিটিকে নিয়ে চিন্তা করতে হচ্ছে। এটাই এখন সিটির সবচেয়ে বড় সুবিধা। বিপরীত দলগুলো সিটির ক্ষমতা সম্পর্কে অবগত। আমাদের যে খেলোয়াড় এবং কারিকুলাম আছ এখন তাতে আমরা ইউরোপের যে কোন দলের সাথে লড়াই করতে পারি।”

২৭ এপ্রিল (মঙ্গলবার) প্রথম লেগে ইংল্যান্ডের ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দিবে ম্যানচেস্টার সিটি।

সাবেক আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেজ সিটিজেনদের হয়ে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত মাঠ মাতিয়েছেন। সিটির হয়ে ১১৩ ম্যাচে মাঠে নেমেছেন তেভেজ যেখানে তার ৫৮টি গোলও রয়েছে। ২০২১ সালে সবধরনের ফুটবল থেকে অবসর নেন এই তারকা ফুটবলার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস

সিটিতে নিজের ভবিষ্যত নিয়ে এখনই কথা বলতে না জেসুস

শিরোপার লড়াইয়ে সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলেই চলছে লিভারপুল

শিরোপার লড়াইয়ে সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলেই চলছে লিভারপুল

গার্দিওয়ালাকে পাশে পাচ্ছেন সিটি গোলরক্ষক স্টেফান

গার্দিওয়ালাকে পাশে পাচ্ছেন সিটি গোলরক্ষক স্টেফান

গার্দিওয়ালার চিন্তার কারণ স্টোনস-আকে-ওয়াকার

গার্দিওয়ালার চিন্তার কারণ স্টোনস-আকে-ওয়াকার