উফেফা থেকে বাস ও ক্যামেরা উপহার পেয়েছে বাফুফে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪১ পিএম, ২৭ এপ্রিল ২০২২
উফেফা থেকে বাস ও ক্যামেরা উপহার পেয়েছে বাফুফে

বাংলাদেশ ফুটবল নানান সমস্যায় জর্জরিত। আর্থিক সমস্যাসহ অবকাঠামোগত সমস্যাও প্রকট। এমতাবস্থায় বাংলাদেশ ফুটবলের সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপ ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সহায়তার অংশ হিসেবে উপহার দিয়েছে ক্যামেরা ও বাস।

জানা গেছে, ঘরোয়া ম্যাচ সম্প্রচার করার জন্য বাফুফেকে তিনটি ক্যামেরা ও ৩৮ সিটের একটি অত্যাধুনিক বাস উপহার দিয়েছে উয়েফা। ক্যামেরাগুলো উন্নতমানের। যাতে ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচের পাশাপাশি ডাগআউট ও দলগুলোর ম্যানেজমেন্টের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা যাবে।

উয়েফার কাছ থেকে বাফুফের ক্যামেরা উপহারের পেছনেও কাহিনী আছে। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ ফুটবলে নিম্নমানের ফুটবল ম্যাচ সম্প্রচার হয়ে আসছিল। তার সাথে যুক্ত হয়েছিল ম্যাচ পাতানোর মতো কাহিনীও। ভালো মানের ক্যামেরা না থাকায় পার পেয়ে গেছে কয়েকটি দল।

এমন কর্মকাণ্ডের পর টনক নড়ে বাফুফের। তারা তদন্ত কমিটি গঠন করে, কমিটির সুপারিশেই উয়েফার কাছে সাহায্য চায় বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এই সাহায্য উয়েফার একটি প্রোগ্রামের অংশ। ‘উয়েফা অ্যাসিস্ট প্রোগ্রামের’ অংশ হিসেবে অনেক দেশই এই সাহায্য নিতে পারে।

উয়েফা থেকে সহায়তা পাওয়া প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, ‘ফুটবল উন্নয়নে উয়েফার সঙ্গে এএফসির (এশিয়ান ফুটবল কনফেডারেশন) একটি চুক্তি আছে। তারই আওতায় এএফসির মাধ্যমে কিছু সুযোগসুবিধা নেওয়ার জন্য উয়েফার কাছে আবেদন করা যায়। সেই কর্মসূচির অধীনে এবার আমরা এএফসির মাধ্যমে উন্নত মানের সম্প্রচার সরঞ্জাম চেয়েছি গত বছর। সেটা এবার পাওয়া গেছে।’

উয়েফার দেওয়া তিনটি উন্নতমানের ক্যামেরা ও অনন্যা সরঞ্জাম পেয়ে গেছে বাংলাদেশ। এখন কেবল খেলা সম্প্রচার করার বাকি। কমলাপুর স্টেডিয়ামে পেশাদার লিগের দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপের খেলা সম্প্রচারের মধ্য দিয়েই এই ক্যামেরার ব্যবহার শুরু হবে।

যেহেতু বাংলাদেশের ঘরোয়া ফুটবলের কোনো টিভিস্বত্ব নেই। সুতরাং এই ক্যামেরায় ধারণকৃত খেলা দেখা যাবে বাফুফের ফেসবুক পেজ ও ইউটিউবে চ্যানেলে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যারিস্টার সুমনকে নিয়ে ‘বিশ্বকাপ’ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ব্যারিস্টার সুমনকে নিয়ে ‘বিশ্বকাপ’ খেলতে যাচ্ছে বাংলাদেশ

আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান

আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান

শিরোপা জেতার পরও প্যারিস ছাড়ছেন পিএসজির পাঁচ তারকা

শিরোপা জেতার পরও প্যারিস ছাড়ছেন পিএসজির পাঁচ তারকা

নিজের জমানো ‘কারিশমা’ প্যারিসকে দেখাতে চাই: রামোস

নিজের জমানো ‘কারিশমা’ প্যারিসকে দেখাতে চাই: রামোস