লিগ ওয়ানে মৌসুম সেরা এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২২ পিএম, ১৬ মে ২০২২
লিগ ওয়ানে মৌসুম সেরা এমবাপে

কিলিয়ান এমবাপে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) থাকবেন কি-না, সেটা নিয়ে এখনও নানা মহলে রয়েছে গুঞ্জন। শেষ পর্যন্ত এমবাপের গন্তব্য যেখানেই হোক না কেন, ২০২১-২২ মৌসুমে লিগ ওয়ানের সেরা ফুটবলারের খেতাব নিয়েই দল-বদল করবেন এই ফরাসি তারকা। এ নিয়ে তৃতীয়বারের মতো লিগ ওয়ানের সেরা ফুটবলার হয়েছেন এমবাপে।

রোববার (১৫ মে) ন্যাশন্যাল ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলের (ইউএনএফপি) বিচারে লিগ ওয়ানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন কিলিয়ান এমবাপে। মৌসুমে লিগে পিএসজির জার্সিতে ২৫ গোল করেছেন তিনি। এছাড়াও সবধরনের প্রতিযোগীতা মিলিয়ে তার পা থেকে এসেছে মোট ৩৬ গোল।

পিএসজির জার্সিতে এমবাপে ৩৬ গোল করলেও এটা তার সেরা মৌসুম ছিল না। এর আগে ২০২০-২১ মৌসুমে তার পা থেকে এসেছিল ৪২ গোল। সেবারও অবশ্য মৌসুমের সেরা ফুটবলারের খেতাব জিতেছিলেন এই ফরাসি স্ট্রাইকার। এর আগে ২০১৮-১৯ মৌসুমের সেরা খেলোয়াড়ও ছিলেন এই ফুটবলার।

লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরষ্কার চতুর্থবারের মতো জয়ের সুযোগ ছিল এমবাপের সামনে। করোনাভাইরাস মহামারির কারণে ২০১৯-২০ মৌসুমে ১০ ম্যাচ আগেই লিগ বাতিল করে দেওয়ায় সেবার এই পুরষ্কার দেওয়া হয়নি। সেবারও মৌসুম সেরা ফুটবলার হওয়ার দৌড়ে সবার উপরেই ছিলেন কিলিয়ান এমবাপে।

পিএসজিতে দারুণ সময় কাটানো কিলিয়ান এমবাপে মৌসুম শেষে ক্লাবটিতে থাকবেন কি-না তা নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা। এক মাস বাকি থাকলেও এখনও ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ বাড়াবেন কি-না তা নিয়ে রয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত তা জানতে অপেক্ষা করতে আরও কিছুদিন।

২০১৭ সালে ফরাসি ক্লাব মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন কিলিয়ান এমবাপে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৬৮ গোল করেছেন তিনি। ২০২১-২২ মৌসুমেই জ্লাতান ইব্রাহিমোভিচকে (১৫৬) ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এম্বাপে। তার উপরে আছেন শুধুমাত্র এডিনসন কাভানি (২০০)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি আবারও বার্সেলোনায় ফিরবে: জর্জ মেসি

মেসি আবারও বার্সেলোনায় ফিরবে: জর্জ মেসি

ফ্রান্স ফুটবল প্রধানের ইঙ্গিত, পিএসজিতে যাচ্ছেন জিদান

ফ্রান্স ফুটবল প্রধানের ইঙ্গিত, পিএসজিতে যাচ্ছেন জিদান

ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোট’ পেয়েছেন এমবাপে

ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোট’ পেয়েছেন এমবাপে

শিরোপা জেতার পরও প্যারিস ছাড়ছেন পিএসজির পাঁচ তারকা

শিরোপা জেতার পরও প্যারিস ছাড়ছেন পিএসজির পাঁচ তারকা