আমি প্রতিশোধে বিশ্বাস করি না: ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৬ মে ২০২২
আমি প্রতিশোধে বিশ্বাস করি না: ক্লপ

চ্যাম্পিয়নস লিগে ফাইনাল নিয়ে ফুটবল পাড়া এখন সরগরম। একদিকে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, অন্যদিকে ইংলিশ রানার্সআপ লিভারপুল। মাঠের লড়াইয়ের আগে শুরু হয়ে গেছে কথার লড়াই। সেই লড়াইয়ে এবার যোগ দিলেন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ। বেশ সমীহ করলেন প্রতিপক্ষকে।

শনিবার (২৮ মে) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্লপ। তখন রিয়ালের বিপক্ষে আসন্ন ম্যাচসহ অতীতের ফাইনাল হারের কথাটাও তাকে এক ফাঁকে মনে করিয়ে দেওয়া হয়। তবে অতীত নিয়ে ভাবতে চান না লিভারপুল বস। ক্লপ জানালেন, তিনি প্রতিশোধে বিশ্বাসী না।

লিভারপুল কোচের মতে, ফাইনালে বেশ কঠিন লড়াই হবে। রিয়াল মাদ্রিদ কোনো সহজ দল নয়, এই আসরের ১৩ বারের চ্যাম্পিয়ন তারা। তবে লিভারপুলও ছেড়ে কথা বলবে না। কেননা, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়ে বেশ ক্ষুধার্ত হয়ে আছে তারা। তাই তাদের সব মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগে।

ক্লপ বলেন, ‘এটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তাই আমরা দেখতে পাচ্ছি কেউ কারো থেকে কম নয়। আমরা অবিশ্বাস্য শক্তিশালী এক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার জন্য অপেক্ষা করছি। একই সঙ্গে তারা এই প্রতিযোগিতার সবচেয়ে অভিজ্ঞ প্রতিপক্ষ।’

‘আমরা দুটি শিরোপা জিতেছি এবং তৃতীয় একটি প্রতিযোগিতার কাছাকাছি ছিলাম তবে জিততে পারিনি। তাই বলে এই নয় যে এটিকে (চ্যাম্পিয়ন্স লিগ) হালকাভাবে নিবো। কেউ জানে না তারা আবার কবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছাবে। তাই সুযোগ আসলে কাজে লাগাতে হবে’ - ক্লপ যোগ করেন।

লিভারপুল বস আরও বলেন, ‘গত পাঁচ বছরে এ নিয়ে তৃতীয়বার। এটা সত্যিই বিশেষ কিছু। তারা তাদের দিক থেকে সর্বোচ্চটা দিবে, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা দিবো। আগে কখনও কে জিতলো বা কে হারলো সেটা জেনে কোনো লাভ নেই।’

২০১৮ সালের ফাইনালে সেই হারের প্রতিশোধের কথা উড়িয়ে দিয়েছেন ক্লপ। তিনি বলেন, ‘সেটি আমাদের জন্য একটি কঠিন রাত ছিল। তাও আমরা মেনে নিয়েছিলাম। কিছু করার নেই। অবশ্যই সালাহর ইনজুরির কারণে এটি গ্রহণ করা সত্যিই কঠিন ছিল। কিন্তু আমি প্রতিশোধে বিশ্বাস করি না।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

আমি দেখিয়ে দিতে চাই কী করতে পারি: হ্যাজার্ড

আমি দেখিয়ে দিতে চাই কী করতে পারি: হ্যাজার্ড

১৪ বছরের শিরোপা খরা কাটালো রোমা

১৪ বছরের শিরোপা খরা কাটালো রোমা

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলবেন বেল-হ্যাজার্ড!

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলবেন বেল-হ্যাজার্ড!

ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচ ক্লপ

ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচ ক্লপ