প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং ‘লাইভ ইট আপ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ পিএম, ২৫ মে ২০১৮
প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং ‘লাইভ ইট আপ’

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ‌থিম সং ‘লাইভ ইট আপ’। অন্যান্যবার আরও আগে থিম সং প্রকাশিত হলেও এবার একটু দেরিতে প্রকাশ করলো ফিফা।

‘লাইভ ইট আপ’ (Live It Up) শিরোনামে এবারের থিম সংটিতে কণ্ঠ দিয়েছেন নিকি জ্যাম এবং ইরা ইস্ত্রেফি। গানটির ফিট দিয়েছেন উইল স্মিথ এবং প্রোডাকশনের দায়িত্বে ছিলেন ডিপলো।

এবার চারজনের নিরলস পরিশ্রমে অবশেষে গানটি এখন বিশ্বকাপ মাতিয়ে দিতে এসেছে। আগামী দুই মাস ‘ লাইভ ইট আপ’ জ্বরেই কাঁপবে ফুটবল বিশ্ব।

থিম সং বিশ্বকাপে সবসময়ই নতুন মাত্রা যোগ করে। পুরো ফুটবল দুনিয়াকে গেঁথে ফেলে একই সুরে, একই উন্মাদনায়। ১৯৯৮ বিশ্বকাপের ‘কাপ অব লাইঠ (Cup of Life) কিংবা ২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ (Waka Waka) এখনো ফুটবলপ্রেমীদের অন্তরে গেঁথে আছে।

এবার পালা লাইভ ইট আপ এর। এ গানটি ফুটবলপ্রেমীদের মন কতটুকু জয় করতে সক্ষম হবে তা সময়ই বলে দেবে। বিশ্বব্যাপী ফুটবল ভক্তরা গানটি আজ (২৫ মে, শুক্রবার) থেকে শোনার সুযোগ পেলেও ৭ জুন তা আনুষ্ঠানিকভাবে গানটির ভিডিও প্রকাশ করা হবে।

এবার ২২ দিনব্যাপী ফিফা বিশ্বকাপ রাশিয়ার রাজধানীতে শুরু হবে। এছাড়া আরও ১১টি নগরীতে খেলার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।সেগুলো হলো- মস্কো, সেন্ট পিটার্সবার্গ, সোচি, কাজান, সারানস্ক, কালিনইনগ্রাদ, ভলগোগ্রাদ, রোসটোভ-অন-ডন, নিজনি নভগোরোদ, ইকাতারিমবার্গ ও সামারা।

১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ১২টি স্টেডিয়ামে এবার ফুটবল বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে এবারের থিম সং ‘লাইভ ইট আপ’

বিশ্বকাপে এবারের থিম সং ‘লাইভ ইট আপ’

‘রোনালদোর কারণেই বিশ্বকাপ জিতবে পর্তুগাল’

‘রোনালদোর কারণেই বিশ্বকাপ জিতবে পর্তুগাল’

ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার

ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার

বিশ্বকাপে মেসিদের জন্য বড় দুঃসংবাদ দিলো রোমেরো

বিশ্বকাপে মেসিদের জন্য বড় দুঃসংবাদ দিলো রোমেরো