ফাইনালের আগে চুক্তি নিয়ে মুখ খুলতে নারাজ মানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৭ মে ২০২২
ফাইনালের আগে চুক্তি নিয়ে মুখ খুলতে নারাজ মানে

সাদিও মানের লিভারপুলে থাকা না থাকা নিয়ে আলোচনা চলছ। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, অ্যানফিল্ডে সেনেগাল ফুটবলারের ভবিষ্যৎ অনিশ্চিত। তবে এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সাদিও মানে। চুক্তি নবায়নের প্রশ্নে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর নিজের ‘উত্তর’ দিবেন বলে জানিয়েছেন মানে

লিভারপুল ও রিয়াল মাদ্রিদ, দুই শিবির এখন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বুদ হয়ে আছে। দুই দলের খেলোয়াড়রা ফাইনালের মঞ্চ থেকে শিরোপা বাগিয়ে নেওয়ার পরিকল্পনা করতে ব্যস্ত। 

এসবের মাঝেও লিভারপুলের সাদিও মানে ও মোহাম্মদ সালাহকে চুক্তি নবায়ন নিয়ে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সালাহ পরিষ্কার করে দিলেও চুক্তি নবায়ন নিয়ে রহস্য রেখে দিলেন সাদিও মানে।  

সাদিও মানের ভাষ্য অনুযায়ী, তার পুরো মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। তার আগে এসব নিয়ে একদমই কথা বলতে চান না সেনেগালের এই ফুটবলার।

মানে বলেন, “আমি থাকবো কি-না, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর এ প্রশ্নের উত্তর দেব। এখন যা বলতে চাই, সেটা হলো- আমি এখন পুরোপুরি চ্যাম্পিয়ন্স লিগে মনোযোগী এবং এটা জিততে চাই। আমার এবং লিভারপুল সমর্থকদের কাছে এটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” 

২০২৩ সালের জুনে লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ শেষ হবে মানের। এক বছর আগেই চুক্তি নবায়ন নিয়ে এত আলোচনার কারণ ব্রিটিশ গণমাধ্যম। তারা বেশ কয়েকটি প্রতিবেদনে জানানো হয়, মানে লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান। যদিও লিভারপুলও তাকে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়ে আসছে লম্বা সময় ধরে।

চুক্তি নবায়ন নিয়ে কবে নাগাদ মানে পরিষ্কার করে বলবেন সেটাও জানিয়ে দিয়েছেন। বলেন, “ফাইনালের আগে আমি এ কথাই বলবো। তবে শনিবার (ফাইনালের পর) আবার জিজ্ঞাসা করলে অবশ্যই আমি সেরা উত্তরটাই দেব, যা সবাই শুনতে চায়। এটা বিশেষ কিছু।”

২০১৬ সালে ইংলিশ ক্লাব সাউদাম্পটন থেকে লিভারপুলে গিয়েছিলেন মানে। এ কয়েক বছরে অলরেডদের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। লিভারপুলের পরিকল্পনারও অন্যতম অংশ মানে।

লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ১৯৬টি ম্যাচ খেলেছেন সাদিও মানে। যেখানে অলরেডদের হয়ে ৯০টি গোল করেছেন সেনেগালের এ ফুটবলার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা টেস্টে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়, সিরিজ শ্রীলঙ্কার

ঢাকা টেস্টে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়, সিরিজ শ্রীলঙ্কার

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি

রিয়ালের মাঝ মাঠের কাছেই হারবে লিভারপুল: গ্যারি নেভিল

রিয়ালের মাঝ মাঠের কাছেই হারবে লিভারপুল: গ্যারি নেভিল

ইউরোপ কাঁপানো সর্বোচ্চ গোলদাতা যারা

ইউরোপ কাঁপানো সর্বোচ্চ গোলদাতা যারা