রোনালদোই বিশ্বের সেরা খেলোয়াড়: সান্তোস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৬ জুন ২০২২
রোনালদোই বিশ্বের সেরা খেলোয়াড়: সান্তোস

উয়েফা নেশনস লিগে শুরুতেই দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার (৬ জুন) ‘এ’ লিগের খেলায় তার জোড়া গোলেই সুইজারল্যান্ডকে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর এমন পারফর্ম্যান্সে তাকে বিশ্বসেরার আসনে বসাতে একটুও কার্পন্য করেননি পর্তুগিজ কোচ সান্তোস।

ম্যাচের ৩৫তম মিনিটে সুইসদের জাল কাঁপিয়ে গোল উৎসব শুরু করেন রোনালদো। চার মিনিট পরই দ্বিতীয় গোলের স্বাদ পেয়ে যান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড। দলের সেরা তারকার এমন পারফর্ম্যান্সে পর্তুগালের কোচ সান্তোস জানান, রোনালদোকে নিয়ে নতুন করে কিছু বলার নেই।

সান্তোস বলেন, ‘আমি জানি না আর কী বলার আছে। আমি আবারও বলবো, রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। এর চেয়ে বেশি আর কী বলতে পারি? আমি মনে করি, তাকে নিয়ে সবকিছু বলা হয়ে গেছে।’

সুইজারল্যান্ডের বিপক্ষে দুই গোল করার মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে ১৮৮ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা হলো ১১৭টি। শিষ্যদের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরলো সান্তোসের কণ্ঠে, ‘আমি একজন কোচ হিসেবে তখনই খুশি হই, যখন আমি জিতি এবং দল সেভাবেই পারফর্ম করে।’

‘শুরুর কয়েক মিনিটের পর আমরা বল নিজেদের দখলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেই। প্রথমার্ধেই আমরা আরও এক-দুই গোল পেতে । দ্বিতীয়ার্ধে আমাদের গতি কিছুটা কমে যায়। তবে খেলোয়াড়রা তো আর মেশিন না। আমরা তাও আরও একটা গোল করি।’ - পর্তুগিজ বস যোগ করেন।

দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র সমান ৪ পয়েন্ট করে পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে রয়েছেন পর্তুগাল।। বৃহস্পতিবার (৯জুন) রাতে চেকদের আতিথ্য দেবে পর্তুগিজরা। একই সময়ে আরেক ম্যাচে ঘরের মাঠে স্প্যানিশদের মুখোমুখি হবে সুইজারল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর নৈপুণ্যে সুইসদের হারালো পর্তুগাল

রোনালদোর নৈপুণ্যে সুইসদের হারালো পর্তুগাল

আন্দ্রে সিলভা যেটা পারে, সেটা রোনালদো পারতো না: পর্তুগাল কোচ

আন্দ্রে সিলভা যেটা পারে, সেটা রোনালদো পারতো না: পর্তুগাল কোচ

রোনালদোর সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু

রোনালদোর সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু

‘পর্তুগাল একমাত্র রোনালদো নির্ভর দল নয়’

‘পর্তুগাল একমাত্র রোনালদো নির্ভর দল নয়’