ফুটবল বিশ্বকাপের আগে ছাটাই হলেন ইরানের কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৪ এএম, ১২ জুলাই ২০২২
ফুটবল বিশ্বকাপের আগে ছাটাই হলেন ইরানের কোচ

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। এই আসরের পাঁচ মাস সময়ও বাকি নেই। এমন সময় প্রধান কোচ দ্রাগান স্কোচিচকে ছাটাই করেছে ইরান।

দ্রাগান স্কোচিচকে ছাটাই করার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা। তারা জানিয়েছে, ৫৩ বছর বয়সী স্কোচিচের বদলি হিসেবে দেশীয় কাউকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করছে ইরান ফুটবল ফেডারেশন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে মার্ক ভিলমটসের স্থলাভিষিক্ত হন স্কোচিচ। তার অধীনে বিশ্বকাপ ও এশিয়ান কাপ জায়গা করে নেয় ইরান। এমনকি নিজ গ্রুপে থাকা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার আগে ইরান বিশ্বকাপে জায়গা করে নেয়।

দ্রাগান স্কোচিচের অধীনে ১৮ ম্যাচের ১৫ টিতে জিতেছে ইরান। অবশ্য সর্বশেষ তিন ম্যাচের দুইটিতেই হারতে হয়েছে দলটিকে। এর মধ্যে চলতি বছরের জুনে কাতারে আলজেরিয়ার বিপক্ষে একটি হার রয়েছে।

স্কোচিচের বিদায়ের পর নতুন কোচ হিসেবে কে নিয়োগ পাবেন তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এই দৌড়ে এগিয়ে আছেন বর্তমান ওমান দলের ব্রাঙ্কো ইভানকোভিচ। ২০০৬ সালে অধীনে বিশ্বকাপ খেলেছিল ইরান। এছাড়াও আলি দাই ও জাভেদ নেকুনামের নামও শোনা আচ্ছে।

কাতারে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামবে ইরান। এটা তাদের ৬ষ্ঠবারের মতো বিশ্বকাপ মিশন।

কাতারে ‘বি’ গ্রুপে খেলবে ইরান। তাদের গ্রুপসঙ্গী হিসেবে আছে ইংল্যান্ড, ওয়েলস ও যুক্তরাষ্ট্র। চলতি বছরের ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করলো ইরান

এশিয়া থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করলো ইরান

চার দশক পর মাঠে বসে খেলা দেখলো ইরানী নারীরা

চার দশক পর মাঠে বসে খেলা দেখলো ইরানী নারীরা

ইরানে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে নারীদের ফুটবল ম্যাচ

ইরানে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে নারীদের ফুটবল ম্যাচ

কাতার বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

কাতার বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ