আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়ার মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৬ জুলাই ২০২২
আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়ার মেয়েরা

নারীদের ২০২২ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনার মেয়েরা। এ নিয়ে এই টুর্নামেন্টের টানা চার আসরে শেষ চার থেকে বিদায় নিলো আর্জেন্টিনা। 

মঙ্গলবার (২৬ জুলাই) কলম্বিয়ার স্ত্যাদিও আলফোন্সো লোপেজে  স্বাগতিকদের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিল আর্জেন্টাইন মেয়েরা। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। 

দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ জুড়ে বেশ প্রতিদ্বন্দ্বীতামূলক ফুটবল খেললেও লক্ষ্যভেদ করতে পারেনি কেউ। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় কলম্বিয়ার মেয়েরা। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও কাজের কাজ করতে পারেনি আর্জেন্টিনার মেয়েরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্জেন্টিনার রক্ষণভাগে হামলে পড়া কলম্বিয়ান মেয়েদের ফল পেতেও বেশি দেরি করতে হয়নি।

ম্যাচের ৬৩তম মিনিটে কাইসেডো আলিগ্রিয়ার দারুণ এক গোলে লিড পায় স্বাগতিক মেয়েরা। গোল খেয়েও হুঁশ ফেরেনি আর্জেন্টাইন মেয়েদের। কিছুতেই কলম্বিয়ার রক্ষণে ফাটল ধরাতে পারেনি তারা। 

আদালতে আর্জেন্টিনা, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

৭৩তম মিনিটে  গাব্রিয়েল চেভেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে, ১০জনের দলের পরিণত হয় কলম্বিয়া। কিন্তু প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগও নিতে পারেনি আর্জেন্টিনা। 

ম্যাচের বাকি সময়ে একাধিক সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পারেনি তারা। ফলে ১-০ গোলের ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে তারা।

ফাইনালে  কলম্বিয়ার প্রতিপক্ষ কে হবে, সেটা জানতে অপেক্ষা করতে হবে বুধবার (২৭ জুলাই) পর্যন্ত। আসরের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় প্যারাগুয়ের মেয়েদের মুখোমুখি হবে ব্রাজিল।

মেয়েদের কোপা আমেরিকার শুরু থেকে এখন পর্যন্ত সবক’টি ফাইনালেই খেলেছে ব্রাজিল। টুর্নামেন্টের সবেচেয়ে বেশি সাতবারের শিরোপা জয়ের রেকর্ডও তাদের দখলে। তাই মেয়েদের ২০২২ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের মেয়েদেরই মাঠে নামার সম্ভাবনাই বেশি! 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ডি পলের

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ডি পলের

মার্শেইয়ের দায়িত্ব ছাড়লেন আর্জেন্টিনার সাবেক বস সাম্পাওলি

মার্শেইয়ের দায়িত্ব ছাড়লেন আর্জেন্টিনার সাবেক বস সাম্পাওলি

আর্জেন্টিনার বিশ্বকাপ দল নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ স্কলানি

আর্জেন্টিনার বিশ্বকাপ দল নিয়ে মধুর বিড়ম্বনায় কোচ স্কলানি

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে