‘বর্তমান ফিটনেসে ৩৯ বছর পর্যন্ত খেলতে পারবে মানে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৬ জুলাই ২০২২
‘বর্তমান ফিটনেসে ৩৯ বছর পর্যন্ত খেলতে পারবে মানে’

নতুন চ্যালেঞ্জ নিয়ে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানে। দল ছাড়লেও পুরাতন শিষ্যকে মনে রেখেছেন অলরেড কোচ ইয়ুর্গেন ক্লপ। তার মতে ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার ৩৯ বছর বয়স পর্যন্ত খেলার যোগ্যতা রাখেন।

২০২২-২৩ মৌসুমের আগেই দল ছেড়েছেন সাদিও মানে। তার নতুন ঠিকানা জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তাকে নিয়ে খুব বেশি আলোচনা না হলেও বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন তিনি।

লিভারপুলে থাকাকালীন নিজেকে প্রমাণ করেছেন। দলটির হয়ে ২৬৯ ম্যাচে ১২০ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৮ গোল। দারুণ খেলতে থাকা এই স্ট্রাইকারকে হারিয়ে কিছুটা হতাশ অলরেড বস ক্লপ।

হতাশ হলেও তাকে শুভকামনা জানাতে ভুল করেননি এই জার্মান। তিনি বলেন, “নতুন চ্যালেঞ্জের খোঁজে দল ছাড়া মানেকে শুভকামনা। সে দারুণ খেলবে। তার ফিটনেসের যা অবস্থা তাতে অনায়াসে ৩৮-৩৯ বছর বয়স পর্যন্ত খেলতে পারবে।”

আরও পড়ুন- বেতন নয়, নতুন চ্যালেঞ্জ নিতেই বায়ার্নে মানে

বায়ার্নে ছয় মৌসুমের জন্য যোগ দিয়েছেন সাদিও মানে। দীর্ঘ সময়ের জন্য এই স্ট্রাইকারের উপর বায়ার্ন ভরসা রাখতে পারবে বলেও মত তার।

এই বিষয়ে ক্লপ বলেন, “বায়ার্ন দারুণ এক ফুটবলারকে পেয়েছে। ছয় বছর তাদের আক্রমণভাগ নিয়ে চিন্তা করতে হবে না। মানে জার্মান ফুটবলে খুব দ্রুতই মানিয়ে নিবে।”

লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই দল ছেড়েছেন সাদিও মানে। তাকে দলে ভেড়াতে বায়ার্নকে অবশ্য খুব বেশি অর্থ খরচ করতে হয়নি। মাত্র ৩২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে পেয়েছে বাভারিয়ানরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সালাহ’র সোরাটা এখনো বাকি: ক্লপ

সালাহ’র সোরাটা এখনো বাকি: ক্লপ

সালাহকে হটিয়ে আফ্রিকার সেরা মানে

সালাহকে হটিয়ে আফ্রিকার সেরা মানে

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মানে

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মানে

সেনেগালের মানুষ না চাওয়ায় লিভারপুল ছাড়বেন মানে!

সেনেগালের মানুষ না চাওয়ায় লিভারপুল ছাড়বেন মানে!