আরও খেলোয়াড় চান জাভি, সিলভার দিকে চোখ বার্সেলোনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০২ আগস্ট ২০২২
আরও খেলোয়াড় চান জাভি, সিলভার দিকে চোখ বার্সেলোনার

চলতি গ্রীষ্মকালীন দলবদলে একের পর এক খেলোয়াড় কিনে রীতিমতো হইচই ফেলে দিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। খেলোয়াড় কেনা খুব একটা বড় বিষয় নয়, কিন্তু চরম অর্থনৈতিক সংকটে থেকে এত খেলোয়াড় কেনাটাই মূলত সবাইকে অবাক করছে। 

তবে বার্সেলোনা কিন্তু এখনই থামছে না। দলটির কোচ জাভি হার্নান্দেজ আরও খেলোয়াড় চান, আর সে হিসেবে তাদের চোখ পড়েছে ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নাডো সিলভা’র দিকে। 

জাভির চাওয়া স্বীকার করেছেন বার্সেলোনা সভাপরি হুয়ান লাপোর্তা। বলেন, “জাভি দলের শক্তি বাড়াতে আরও খেলোয়াড় চায়।”

তবে এখন পর্যন্ত যাদের দলে ভিড়িয়েছে, তাদের নিবন্ধনই সম্পন্ন করতে পারেনি। অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন নতুন খেলোয়াড়দের নিবন্ধন নিয়ে। জাভি চাইলেও আগে খেলোয়াড় নিবন্ধন সম্পন্ন করবেন তারপর নতুন খেলোয়াড়দের দলে ভেড়ানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন লাপোর্তা।

উন্নতির জায়গা থাকলেও নতুন মৌসুমে ‘প্রস্তুত’ ম্যানইউ

"এখন আমরা খেলোয়াড় নিবন্ধনের দিকে মনোযোগ দিচ্ছি, যাদের নতুন কেনা হয়েছে। যারা ক্লাবের পরিকল্পনায় নেই, তাঁদের বিক্রিরও চেষ্টা চলছে। দেখা যাক আমরা কী করতে পারি" যোগ করেন বার্সেলোনা সভাপতি। 

একাধিক ডিফেন্ডার ও ফরোয়ার্ড কিনলেও এখনো কোনো মিডফিল্ডার দলে ভেড়ায়নি স্প্যানিশ ক্লাবটি। এদিকে বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রাংকি ডি ইয়ংকে দলে ভেড়াতে চায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

এবার স্টুডিও’র শেয়ার বিক্রি করলো বার্সেলোনা

বার্সেলোনার পরিচালনা পর্ষদ ইয়ংকে বিক্রি করতে মোটামুটি সম্মত হলেও কোচ জাভির অনিচ্ছায় সেটা আপাতত হওয়ার সম্ভাবনা কম। ইয়ং নিজেও কিছুতেই ন্যূ ক্যাম্প ছেড়ে যেতে চান না।

অন্যদিকে বার্নাদো ডি সিলভার প্রতি শুধু বার্সেলোনা নয়, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’রও (পিএসজি) চোখ রয়েছে। কিন্তু ম্যানসিটি বস একাধিকবার প্রকাশ্যেই বলেছেন বার্নাদোকে বিক্রি করবেন না।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

নারী এশিয়া কাপ ফুটবল আয়োজনে আগ্রহী সৌদি আরব

লেভানডোভস্কির গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন জাভি

লেভানডোভস্কির গোল না পাওয়া নিয়ে চিন্তিত নন জাভি

বায়ার্নের জার্সিতে খেলবেন মানের গাড়িচালকও!

বায়ার্নের জার্সিতে খেলবেন মানের গাড়িচালকও!

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ম্যানসিটিকে এগিয়ে রাখছেন গার্দিওয়ালা