আরও পাঁচ বছর লিভারপুলে থাকবেন জটা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ এএম, ০৩ আগস্ট ২০২২
আরও পাঁচ বছর লিভারপুলে থাকবেন জটা

লিভারপুলের সঙ্গে সম্পর্কের বন্ধন আরও শক্ত হলো দিয়েগো জটার। ইংলিশ ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ পাঁচ বছর বাড়িয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। 

মঙ্গলবার (২ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জটার সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে নিশ্চিত করেছে লিভারপুল। 

যদিও সেখানে চুক্তির মেয়াদ জানানো হয়নি। তবে ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, জটার সঙ্গে চুক্তির মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করেছে লিভারপুল। 

২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স থেকে জটাকে দলে ভিড়িয়েছিল লিভারপুল। অলরেডদের জার্সিতে অভিষেকের পর থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন পর্তুগালের এই ফুটবলার। 

বার্সেলোনায় থাকতে বেতন কমাতেও রাজি পিয়ানিচ

এখন পর্যন্ত লিভারপুলের জার্সিতে ৮৫টি ম্যাচ খেলেছেন জটা। যেখানে তার নামের পাশে যোগ হয়েছে ৩৪টি গোল।

২০২১-২২ মৌসুমে লিভারপুলের এফএ কাপ ও লিগ কাপ জয়ে বেশ ভালো অবদান ছিল জটার। সদ্য শেষ হওয়া প্রাক-মৌসুমের সময়ে চোটে পড়েছেন জটা। 

 ফলে ২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রথম ম্যাচে জটাকে ছাড়াই মাঠে নামতে হবে। আশা করা হচ্ছে দ্বিতীয় ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন এই পর্তুগিজ ফুটবলার।  

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিচার চান ফুটবলারের ঘুষির শিকার আর্জেন্টাইন নারী রেফারি

বিচার চান ফুটবলারের ঘুষির শিকার আর্জেন্টাইন নারী রেফারি

আরও খেলোয়াড় চান জাভি, সিলভার দিকে চোখ বার্সেলোনার

আরও খেলোয়াড় চান জাভি, সিলভার দিকে চোখ বার্সেলোনার

গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ

গোল না করলেও নুনেসের পারফর্মেন্স ছিল দুর্দান্ত: ক্লপ

বায়ার্নের জার্সিতে খেলবেন মানের গাড়িচালকও!

বায়ার্নের জার্সিতে খেলবেন মানের গাড়িচালকও!