বিশ্বকাপ না জিতে অবসর নেব না : মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৫ জুন ২০১৮
বিশ্বকাপ না জিতে অবসর নেব না : মেসি

চলমান রাশিয়া বিশ্বকাপে ভালো অবস্থানে নেই মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হারের পর খাদের কিণারায় দাঁড়িয়ে রয়েছে আর্জেন্টিনা। এ অবস্থায় ফুটবল জদুকর মেসি জানালেন অন্য কিছু। বললেন, ফুটবল বিশ্বকাপ ট্রফি হাতে তোলার পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চান তিনি।

গতকাল (২৪ জুন) ৩১তম জন্মদিনে এমন পণই করলেন বিশ্ব ফুটবলের ক্ষুদে এ জাদুকর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে এখনও শেষ ষোলো নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। শেষ ষোলোতে যাওয়ার দোলাচলে দুলছে মেসির দল।

এমন অবস্থায় বিশ্বকাপ জিতেই অবসর নেয়ার অঙ্গীকার করলেন মেসি। বলেন, ‘আমি গুরুত্বপূর্ণ প্রায় সব কিছুই জিতেছি। কিন্তু শেষটাতে এসে আমি উচ্চাভিলাষী। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ না জিতে আমি ফুটবল থেকে অবসর নেব না।’

২০১৪ বিশ্বকাপে একাই দলকে ফাইনালে তুলেন মেসি। কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত ঐ বিশ্বকাপের ফাইনালের অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপ উচিয়ে ধরার দ্বারপ্রান্তে এসে হতাশার চাঁদরে মুষড়ে পড়তে হয় মেসিকে।

২০১৪ আসরের ব্যর্থতার পর কোপা আমেরিকার শতকম টুর্নামেন্টের ফাইনালে চিলির কাছে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মত রানার্স-আপ হতে হয় আর্জেন্টিনাকে। ২০১৫ সালেও এই চিলির কাছে টাইব্রেকারে ৪-১ গোলে হেরেছিল মেসির দল। এই ক্ষোভে ২০১৬ জাতীয় দল অবসরের ঘোষণা দিয়ে দেন মেসি।

তবে আর্জেন্টিনার প্রেসিডেন্টের অনুরোধে অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসেন মেসি। ফিরে এসে ২০১৮ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে থাকেন তিনি। তবে বিশ্বকাপ বাছাই পর্বে বাঁধা খুড়িয়ে খুড়িয়ে পেরোতে হয় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। বিশ্বকা বাছাই পর্বের শেষ ম্যাচে মেসির হ্যাট্টিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে আর্জেন্টিনা।

তারপরও বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদি ছিলেন মেসি। কিন্তু নবাগত আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র’ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। অবশ্য ঐ ম্যাচে মেসি পেনাল্টি মিস না করলে খেলার ফল অন্য রকম হতে পারতো।

ড্র’র পর ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে লজ্জার হার বরণ করে অর্জেন্টিনা। ঐ হারে বিশ্বকাপের শেষ ষোলোতে যাবার পথ কঠিন হয়ে পড়ে মেসির দলের। তবে শেষ ষোলোতে যাবার পথ এখনো খোলা আছে তাদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনার। পাশাপাশি ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ডের হারতে হবে অথবা ড্র করতে হবে।

নাইজেরিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসী বক্তব্যই দিলেন মেসি। ঐ ম্যাচ নিয়ে কথা না বললেও আর্জেন্টিনাকে ৩২ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ দেয়ার ইঙ্গিত দিলেন মেসি, ‘বিশ্বকাপ জয় আমার কাছে অনেক বড় কিছু। কারণ, আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ জয় বিশেষ একটা ব্যাপার। আসলে আমার কাছে এটা বিশেষ কিছু।’

আর্জেন্টিনার হয়ে একবার বিশ্বকাপ উঁচিয়ে ধরতে মরিয়া হয়ে আছেন মেসি। জন্মদিনের দিন তার বক্তব্য ওমনই ইঙ্গিত দিচ্ছে, ‘বিশ্বকাপের ট্রফি উপরে তুলে ধরার স্বপ্ন আমি সব সময়ই দেখে আসছি। বিশ্বকাপ জেতার পর যে আনন্দের অনুভূতি হয়, সেটা অন্যদের মধ্যে দেখেছি। ঐ মূর্হুতটি নিয়ে ভাবলে আমার মাথার চুল দাঁড়িয়ে যায়। আমি বিশ্বের লাখ-লাখ আর্জেন্টাইনকে বিশ্বকাপের আনন্দ দিতে চাই। আমি সকলের এই স্বপ্নটা বিসর্জন দিতে পারি না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিদের অনুশীলনে যোগ দিতে চান ম্যারাডোনা

মেসিদের অনুশীলনে যোগ দিতে চান ম্যারাডোনা

উড়ন্ত রাশিয়াকে মাটিতে নামিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

উড়ন্ত রাশিয়াকে মাটিতে নামিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ে

জন্মদিনে মেসির জন্য স্ত্রীর ভালোবাসার বার্তা

জন্মদিনে মেসির জন্য স্ত্রীর ভালোবাসার বার্তা

আর্জেন্টিনার হুমকি ‘লিওনেল মুসা’

আর্জেন্টিনার হুমকি ‘লিওনেল মুসা’