অভিষেকেই মানের গোল, বড় জয়ে বায়ার্নের শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৬ আগস্ট ২০২২
অভিষেকেই মানের গোল, বড় জয়ে বায়ার্নের শুরু

জার্মান লিগ বুন্দেসলিগার প্রথম ম্যাচেই আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৬-১ গোলের বড় জয়ে উড়িয়ে দিল টানা দশবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বায়ার্নের জার্সিতে লিগে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন সেনেগাল স্ট্রাইকার সাদিও মানে। 

শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাতে টানা এগারোতম বুন্দেসলিগা শিরোপা জয়ের অভিযান শুরু করেছে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্টে গোলপোস্টে রীতিমতো গোল উৎসব করেছে বাভারিয়ানরা। 

বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন জামাল মুসিয়ালা। এছাড়া একটি করে গোল পেয়েছেন জসুয়া কিমিখ, বাঁজামাঁ পাভার্ড, সাদিও মানে ও সের্গে জিনাব্রি।

দিন ম্যাচের শুরু থেকেই ফ্রাঙ্কফুর্টের রক্ষণে হামলে পড়ে বায়ার্নের খেলোয়াড়রা। ফল পেতে একটুও দেরী করতে হয়নি। ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম গোল পায় তারা। 

ইউরো জিতে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি ইংল্যান্ডের

দারুণ এক গোলে লক্ষ্যভেদ করেন জসুয়া কিমিখ। পাঁচ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় বায়ার্ন। এবার গোলদাতার তালিকায় নাম লেখান বাঁজামাঁ পাভার্ড। 

বায়ার্নের একের পর এক আক্রমণ আটকাতে ফ্রাঙ্কফুর্টের রক্ষণভাগের খেলোয়াড়রা হিমশিম খাচ্ছিল। সর্বোচ্চ চেষ্টা করেও বায়ার্নের গোল দেওয়ার মিছিল আটকাতে পারেননি তারা।

sportsmail24

ম্যাচের ২৯তম মিনিটে বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগায় প্রথম গোল করেন কয়েকদিন আগেই লিভারপুল থেকে দলে আসা সাদিও মানে। বুন্দেসলিগায় এটাই ছিল মানের অভিষেক ম্যাচ। 

৩৫তম মিনিটে গোল সংখ্যা হালি পূর্ণ করেন বায়ার্নের জার্মান ডিফেন্ডার মুসিয়ালা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পাঁচ গোল করে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের হয়ে ফ্রাঙ্কফুর্টের জালে ম্যাচে পঞ্চমবারের মতো বল পাঠান জিনাব্রি। 

দ্বিতীয়ার্ধে গোলের মিছিল থেমে যায় বায়ার্নের। ৬৪তম মিনিটে ফ্রাঙ্কফুর্টের হয়ে প্রথম ও ম্যাচের একমাত্র গোল করেন  কোলো মুয়ানি। তাতে অবশ্য শুধু ব্যবধানটাই কমেছে।

sportsmail24

ম্যাচের ৮৩তম মিনিটে ফ্রাঙ্কফুর্টের কফিনে শেষ পেরেকটা পোতেন বায়ার্নের ১৯ বছর বয়সী মিডফিল্ডার মুসিয়ালা। ম্যাচে যেটা মুসিয়ালার দ্বিতীয় গোল।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে, বুন্দেসলিগার প্রথম ম্যাচে ৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

লিগ ওয়ানের প্রথম ম্যাচে এমবাপেকে পাবেন না মেসি-নেইমাররা

লিগ ওয়ানের প্রথম ম্যাচে এমবাপেকে পাবেন না মেসি-নেইমাররা

বার্সেলোনার নতুন নম্বর নাইন লেভানডোভস্কি

বার্সেলোনার নতুন নম্বর নাইন লেভানডোভস্কি

এক মৌসুম কাটিয়েই পিএসজি ছাড়লেন উইনাল্ডম 

এক মৌসুম কাটিয়েই পিএসজি ছাড়লেন উইনাল্ডম 

ব্রাইটন থেকে কুকুরেলাকে দলে নিলো চেলসি

ব্রাইটন থেকে কুকুরেলাকে দলে নিলো চেলসি