লা লিগায় খেলার অনুমতি না মিললে বার্সা ছাড়বেন কেসি-ক্রিস্টেনসেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০১ পিএম, ১২ আগস্ট ২০২২
লা লিগায় খেলার অনুমতি না মিললে বার্সা ছাড়বেন কেসি-ক্রিস্টেনসেন

২০২২-২৩ মৌসুমের আগে গ্রীষ্মকালীন দল-বদলে ফ্রি ট্রান্সফারে ফ্র্যাঙ্ক কেসি ও আন্দ্রেয়া ক্রিস্টেনসেনকে দলে নিয়েছে বার্সেলোনা। এই দুই ফুটবলারসহ আরও পাঁচজনকে দলে নেওয়া বার্সেলোনা আদৌ তাদেরকে লা লিগায় খেলাতে পারবে কি-না তা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ অর্থনৈতিক সংকটের কারণে এখনো তাদেরকে লা লিগায় রেজিস্ট্রেশন করাতে পারেনি ক্লাবটি। রেজিস্ট্রেশনে ব্যর্থ হলে বার্সা ছাড়বেন ফ্রাঙ্ক কেসি ও আন্দ্রেয়া ক্রিস্টেনসেন।

ইংলিশ ক্লাব চেলসি থেকে বার্সেলোনায় আসেন আন্দ্রেয়া ক্রিস্টেনসেন। আর ইতালিয়ান জায়ান্ট এসি মিলান থেকে নাম লেখান ফ্র্যাঙ্ক কেসি। এই দুই ফুটবলারের সাথে করা চুক্তি অনুযায়ী লা লিগার প্রথম ম্যাচের আগেই রেজিস্ট্রেশন করাতে হবে। না হলে ফ্রি ট্রান্সফারে তারা দল ছাড়তে পারবেন।

শনিবার (১৩ আগস্ট) রাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে মাঠে নামার আগে এই দুই ফুটবলারকে কোনো সুখবর দিতে পারেনি বার্সেলোনা। মূলত অর্থনৈতিক কারণে কাতালানদের নতুন কোনো ফুটবলারকে রেজিস্ট্রেশনের সুযোগ দিচ্ছে না। লা লিগা জানিয়েছে, আয় বাড়াতে পারলে তবেই নতুন ফুটবলার রেজিস্ট্রেশনের সুযোগ পাবে ক্লাবটি।

ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমের খবর, ক্রিস্টেনসেন ও ফ্র্যাঙ্ক কেসির সাথে চুক্তি স্বাক্ষর করার সময় লা লিগা শুরুর আগেই রেজিস্ট্রেশন সম্ভব বলে জানিয়েছে। তা না হলে ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে পারবেন তারা। তবে এখনও তাদেরকে দেওয়া সেই কথা রাখতে পারেনি বার্সেলোনা।

ফ্র্যাঙ্ক কেসি-আন্দ্রেয়া ক্রিস্টেনসন ছাড়া রবার্ট লেভানডোভস্কি, রাফিনহা ও কুন্দেকে স্বাক্ষর করিয়েছে বার্সেলোনা। এছাড়াও ওসমান ডেম্বেলে ও সার্জিও রবার্তোর সাথে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে। এই সাত ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো নিয়েই ঝামেলা পোহাচ্ছে ক্লাবটি।

এখনও লা লিগায় খেলার অনুমতি না পাওয়ায় অবশ্য খুব বেশি চিন্তিত নন ফ্র্যাঙ্ক কেসি ও আন্দ্রেয়া ক্রিস্টেনসেন। লিখিত চুক্তির বাইরে গিয়ে বার্সেলোনাকে সময় দিতে আগ্রহী এই দুই ফুটবলার। এখন দেখার অপেক্ষা কিভাবে অর্থ যোগাড়ের পর এই দুই ফুটবলারকে রেজিস্ট্রেশন করায় বার্সেলোনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ডি ইয়ংকে রাখতে চায় বার্সেলোনা

ডি ইয়ংকে রাখতে চায় বার্সেলোনা

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

বার্সেলোনা ছেড়ে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে রিকি পুইগ

বার্সেলোনা ছেড়ে মার্কিন ক্লাব এলএ গ্যালাক্সিতে রিকি পুইগ

বার্সেলোনায় থাকতে বেতন কমাতেও রাজি পিয়ানিচ

বার্সেলোনায় থাকতে বেতন কমাতেও রাজি পিয়ানিচ