রাশিয়া বিশ্বকাপে ‌‘বড় অঘটন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৫ পিএম, ২৭ জুন ২০১৮
রাশিয়া বিশ্বকাপে ‌‘বড় অঘটন’

রাশিয়া বিশ্বকাপে অঘটনের জন্ম দিলো দক্ষিণ কোরিয়া। নিজেরা তো যেতে না পারলই না, চ্যাম্পিয়ন জার্মানিকেও যেতে দিলো না নকআউট পর্বে। ২-০ গোলের ব্যবধানে হারিয়ে থামিয়ে দিল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জার্মানির এ বিদায়ে লক্ষ ভক্ত কান্নায় ভেঙে পড়েন। রাশিয়া বিশ্বকাপের এটিই এখন পর্যন্ত বড় অঘটন।

এশিয়ার দেশটির এ দুর্দান্ত জয়ে গোলকিপার চু হিয়ুং য়ুর অসামান্য অবদান ছিল। দুর্দান্ত কিছু শট প্রতিহত করে বেশ কয়েকবার নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেছেন জার্মানিকে। এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন রেফারি; যা জার্মানির পক্ষে গেছে। অন্তত একটি নিশ্চিত পেনাল্টি পাওয়া থেকে বঞ্চিত হয়েছে কোরিয়া।

কাজানে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জার্মানির জালে বল জড়ায় কোরিয়ার কিম ইয়ং গন। রেফারি প্রথমে এটাকে অফসাইড ঘোষণা করলেও রিভিউ নিয়ে গোল আদায় করে নেয় দক্ষিণ কোরিয়া। এরপর যোগকৃত সময়ের ৬ষ্ঠ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন সন। এবারও রিভিউ নিয়ে গোল আদায় করতে হয় কোরিয়াকে। রেফারি যথারীতি অফসাইড ঘোষণা করেছিলেন।

জার্মানির এ বিদায়ে একটি ধারাবাহিকতা বজায় থাকল। ২০০২ বিশ্বকাপ থেকে ইউরোপের দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার পরের টুর্নামেন্টেই বাদ পড়েছে প্রথম রাউন্ড থেকে। জার্মানি এবার সেই ধারাটাই বজায় রাখলো। 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য আরও একটি লজ্জার ব্যাপার হলো সমান ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের তৃতীয় দল হয়ে গেল দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্ব থেকেই জমজমাট হয়ে ওঠা রাশিয়া বিশ্বকাপ আরও কত বিস্ময় উপহার দেবে তা দেখার বিষয়।

জার্মানির এ গ্রুপ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মেক্সিকো ও সুইডেন। যেখানে আজকের ম্যাচেও মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে সুইডেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

অঘটন ঘটালো দক্ষিণ কোরিয়া, জার্মানির বিদায়

অঘটন ঘটালো দক্ষিণ কোরিয়া, জার্মানির বিদায়

মেক্সিকোকে বিধবস্ত করে শেষ ষোলোতে সুইডেন

মেক্সিকোকে বিধবস্ত করে শেষ ষোলোতে সুইডেন

টানা ৩৬ ম্যাচে গোল : বিশ্বকাপে বিশ্বরেকর্ড

টানা ৩৬ ম্যাচে গোল : বিশ্বকাপে বিশ্বরেকর্ড

নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা

নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা