মেসির আলিঙ্গনে গর্বিত কোচ সাম্পাওলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৮ জুন ২০১৮
মেসির আলিঙ্গনে গর্বিত কোচ সাম্পাওলি

নাইজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে দুর্দান্ত জয়ে পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দলের কোচ হোর্হে সাম্পাওলির সাথে আলিঙ্গন করেছেন। মেসি সেই আলিঙ্গনে গর্ববোধ করেছেন কোচ সাম্পাওলি। তিনি বলেন, ‘ম্যাচ জেতার পর মেসি লিয়ো এসে আমাকে জড়িয়ে ধরায় গর্বিত অনুভব করেছি।’

ফুটবল বিশ্বকাপের ২১তম আসরে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। এরপর ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের লজ্জা বরণ করে তারা। ফলে শেষ ষোলোতে যাওয়া পথ কঠিন হয়ে যায় আর্জেন্টিনার সামনে। তবে পথ খোলা ছিল তাদের।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতেই হতো আর্জেন্টিনাকে। পাশাপাশি ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ডের হারতে হবে। এ দু’টি সমীকরণ নিয়ে নাইজেরিয়ার বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। একটি নাইজেরিয়াকে হারানো, অন্যটি আইসল্যান্ডের হার।

দু’টির স্বপ্ন দেখে, দু’টিরই বাস্তবায়ন দেখে আর্জেন্টিনা। তাই অসম্ভবকে সম্ভব করে শেষ ষোলোতে আর্জেন্টিনা। এতে যেন কোচ সাম্পাওলি খুশির মাত্রা সবার থেকে আরও অনেক বেশি। কারণ ম্যাচ শেষে তার সাথে আলিঙ্গন করেছেন মেসি। যাতে শিহরিত সাম্পাওলি।

তিনি বলেন, ‘মেসি জড়িয়ে ধরার সময়ের অনুভুতি বলে বুঝাতে পারব না। মেসি জানে এ দলকে আমি কতটা ভালোবাসি। যতটা মেসি ভালোবাসে। আমি এটিও জানি- মেসি জয়ের জন্য অস্থির থাকে। মনে-প্রাণে চায় আর্জেন্টিনা জিতুক। বিশ্বকাপের জন্যই আমি তার কাছে আসার সুযোগ পেয়েছি। বিশ্বকাপের আগ থেকেই তার সাথে আমাদের লক্ষ্যে নিয়ে আলোচনা চলছে। আমরা একই স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছি।’

বিশ্বকাপ শুরুর পর থেকেই কোচের সাথে মেসি ও দলের খেলোয়াড়দের সর্ম্পক আগুনের মতো। যার প্রভাব পড়ে প্রথম দু’টি খেলায়। এরপর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে সাম্পাওলির ক্ষমতা অর্ধেক কেড়ে নেয় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। ফলে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে দলের একাদশ সাজায় মেসি-ডি মারিয়া-হিগুয়েইনরা। এমন অবস্থায় মেসির আলিঙ্গন সাম্পাওলির কাছে গর্বের মতো লাগাই স্বাভাবিক।

তাই মেসিকে নিজের মনের কথাগুলো যেন আরও লম্বা করলেন সাম্পাওলি। তিনি বলেন, ‘মেসি বিশ্বমানের খেলোয়াড়। তাকে দিয়ে গোল করার জন্য বল তৈরি করে দিতে হয় না। সে নিজেই সব পারে এবং মেসিই উল্টো গোলের সুযোগ তৈরি করে দেয়। পাস দিতে পারলে সে ঠিকই গোলের সুযোগ তৈরি করে ফেলবে। তার সতীর্থরা এ ব্যাপারে ভালো জানে। ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের দায় মেসির নয়, দলের। কারণ, তাকে কেউই বল যোগান দিতে পারেনি।’

মেসি দেশের হয়ে খেলেন না, এমন বিতর্ক সর্বত্র। কিন্তু এই বির্তকের সাথে মোটেও একমত নন সাম্পোলি। তিনি বলেন, ‘মেসির মানবিক দিকটা মনে গেঁথে থাকার মতো। আর্জেন্টিনা জিতলে মেসি খুশি হয়, হারলে কাঁদে। বেশিরভাগ মানুষই বলেন, আর্জেন্টিনার হয়ে খেলাটা উপভোগ করে না মেসি। আমি তা বিশ্বাস করি না। আমি বেশ ভালোভাবে জানি, আর পাঁচজন মানুষের মতোই দেশের হয়ে হয়ে খেলে জিতলে মেসি আনন্দ পায়, আর হারলে কষ্ট পায়।’


শেয়ার করুন :


আরও পড়ুন

নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা

নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো আর্জেন্টিনা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ড্র করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

ড্র করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

অঘটন ঘটালো দক্ষিণ কোরিয়া, জার্মানির বিদায়

অঘটন ঘটালো দক্ষিণ কোরিয়া, জার্মানির বিদায়