জাতীয় দলকে বিদায় জানালেন মাচেরানো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ পিএম, ৩০ জুন ২০১৮
জাতীয় দলকে বিদায় জানালেন মাচেরানো

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। হেরে বিদায় পরেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার জাতীয় দলকে বিদায় জানালেন মাঝ মাঠের কাণ্ডারি হাভিয়ের মাচেরানো।

তিনি বলেন, ‘এখন জাতীয় দলকে বিদায় জানানোর সময়। কোন একদিন হয়তো এই ছেলেগুলোই আর্জেন্টিনার হয়ে কিছু জয় করবে।’

২০০৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মাচেরানোর। তারপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। দ্রুতই আর্জেন্টিনার মাঝমাঠের কাণ্ডারি হয়ে ওঠেন তিনি। জাতীয় দলের হয়ে ১৪৬টি ম্যাচ খেলে ৩টি গোল করেছেন সাবেক এ বার্সা তারকা।

নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে দুর্দান্ত লড়েছেন হাভিয়ের মাচেরানো। চোখের কোনায় কেটে গিয়ে রক্ত বের হলেও মাঠ থেকে ওঠে যাননি। শেষ পর্যন্ত খেলে দলের জয়ের সঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বের প্রথম খেলায় শনিবার ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। এ হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলো মেসিবাহিনী। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে পা রাখলো ফ্রান্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিদায় আর্জেন্টিনা, কোয়ার্টারে ফ্রান্স

বিদায় আর্জেন্টিনা, কোয়ার্টারে ফ্রান্স

ফাউল করার জ্বালা বুঝলো সেনেগাল

ফাউল করার জ্বালা বুঝলো সেনেগাল

শতভাগ সফল ‘ভিএআর’

শতভাগ সফল ‘ভিএআর’

সেনেগালের বিদায়, দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া

সেনেগালের বিদায়, দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া