স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আব্দুল হাকিম মারা গেছেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪২ পিএম, ২৮ আগস্ট ২০২২
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আব্দুল হাকিম মারা গেছেন

সংগ্রহীত

চলেই গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য আব্দুল হাকিম। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে রোববার (২৮ আগস্ট) ভোররাতে ৭১ বছর বয়সে মারা গেছেন তিনি। 

মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে গত দুই বছর ধরে যশোরের বাড়িতে শয্যাশায়ী ছিলেন হাকিম। অবস্থার অবনতি হওয়ায় চলতি বছরের আগস্টের শুরুর দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাকিম। 

যশোরের এ ব্লক মসজিদে প্রথম ও যশোর স্টেডিয়ামে দ্বিতীয় দফায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর উপশহরের কবর স্থানে তাকে হাকিমকে দাফন করা হবে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘স্বাধীন বাংলা ফুটবল দলের’ হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের এলাহাবাদ, বিহার, বেনারস, পাঞ্জাবসহ বিভিন্ন স্থানে একাধিক চ্যারিটি ম্যাচে মাঠে নেমেছেন হাকিম।

সত্তর ও আশির দশকে লেফট উইং-ব্যাক পজিশনে খেলতেন হাকি। ওই সময়ে এই পজিশনে দেশের অন্যতম সেরাও ছিলেন তিনি। ১৯৬৮ সালে খুলনা জুট মিলে পার্সেজ অফিসার হিসেবে চাকরি করতেন হাকিম।

ওই সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান দলে যশোর জেলার একমাত্র ফুটবলার হিসেবে সুযোগ পেয়েছিলেন তিনি। ওই সময়ে পূর্ব পাকিস্তান সম্মিলিত বিশ্ব বিদ্যালয়ের হয়েও মাঠে নেমেছেন তিনি। 

১৯৭৩ ও ১৯৭৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে মারদেকা কাপে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছেন হাকি। ক্লাব ফুটবলেও হাকিমের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ১৯৬৮-৬৯ মৌসুমে দিলকুশা স্পোর্টিং ক্লাব, ১৯৭০-৭৬ সালে  ইপিআইডিসিতে (বর্তমান বিজেএমসি) হয়েও মাঠে নেমেছেন তিনি। 

এছাড়া ১৯৭২ সালে ভারতের আসামে বরদুলই শিল্ডে খেলেছেন হাকিম। স্বাধীনতার দুই বছর পর ঢাকা ওয়ান্ডার্স ও ১৯৭৮ সালে ঢাকা ওয়ারী ক্লাবের হয়ে ফার্স্ট ডিবিশনে খেলেছেন এই ফুটবলার। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :