আর্জেন্টিনা দলে যোগ দিতে মার্কিন মুলুকে মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২
আর্জেন্টিনা দলে যোগ দিতে মার্কিন মুলুকে মেসি

কাতার বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চায় না আর্জেন্টিনা। সেই প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে হন্ডুরাস ও জ্যামাইকা’র বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসি-মার্টিনেজরা।

জাতীয় দলের হয়ে ওই দুই’টি প্রস্তুতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অধিনায়ক লিওনেল মেসি। সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে ফ্লোরিডায় পা রাখেন তিনি। 

মিয়ামি’তে আর্জেন্টিনার পুরো দল অনুশীলন করবে। এরপর চলতি বছরের ২৩ সেপ্টেম্বর এই শহরের হার্ডরক স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এরপর মেসির দল চলে যাবে নিউ জার্সি শহরে। এখানে দিন দুয়েক অনুশীলনের পর চলতি বছরের ২৭ সেপ্টেম্বর রেড বুল এরেনায় জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কলানির দল।

২০১৯ সালের পর টানা অপরাজিত আর্জেন্টিনা। হার নামক শব্দটাই উধাও হয়ে গেছে আলবেসেলিস্তাদের অন্দরমহল থেকে। দলের মতো মেসি নিজেও দুর্দান্ত ফর্মে আছেণ আকাশি-নীল জার্সিতে।

সর্বশেষ ফাইনালিসিমা’তে ইতালির বিপক্ষে তার দুর্দান্ত পারফর্মেন্স প্রশংসিত হয়েছে পুরো ফুটবল বিশ্বে। এরপর এস্তোনিয়ার বিপক্ষে গুনে গুনে করলেন পাঁচ গোল।

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র হয়ে অভিষেক মৌসুমে ভালো না করতে পারলেও চলতি মৌসুমে নিজের সামর্থ্য দেখাচ্ছেন তিনি। ইতিমধ্যে পিএসজির জার্সিতে এই মৌসুমে ছয় গোল ও আট অ্যাসিস্ট হয়ে গেছে তার।

বিশ্বকাপের আগে মেসির এমন ফর্ম আর্জেন্টাইন সমর্থকদের জন্য সবচেবে সুখবর বৈকি! এছাড়া দলও ছন্দে আছে অনেকদিন ধরে। সব মিলিয়ে এবারই আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের বড় সম্ভাবনা দেখছেন অনেকেই।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ বছর বয়সেও কিভাবে এত ভালো খেলতে পারে!

১৮ বছর বয়সেও কিভাবে এত ভালো খেলতে পারে!

ছিটকে গেলেন ক্যালভিন ফিলিপস, বিশ্বকাপেও শঙ্কা

ছিটকে গেলেন ক্যালভিন ফিলিপস, বিশ্বকাপেও শঙ্কা

ফিফার কাছে আবারও প্রত্যাখান হলো চিলি, বিশ্বকাপে ইকুয়েডর

ফিফার কাছে আবারও প্রত্যাখান হলো চিলি, বিশ্বকাপে ইকুয়েডর

বিশ্বকাপ দর্শকদের জন্য ‘সুখবর’ দিলো কাতার

বিশ্বকাপ দর্শকদের জন্য ‘সুখবর’ দিলো কাতার