দল নয়, নেইমারে অবাক তিতে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ পিএম, ০৭ জুলাই ২০১৮
দল নয়, নেইমারে অবাক তিতে

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলের এমন হারে হতাশ ব্রাজিলের কোচ তিতে। তবে অধিনায়ক নেইমারের পারফরমেন্সের প্রশংসা করলেন তিনি।

তিতে বলেন, ‘আমরা ভালো খেলেছি। তবে এ খেলার কোন মূল্য নেই। কারণ এতগুলো গোলের সুযোগ হাতছাড়া করতে হলো আমাদের। দল হতাশ করলেও নেইমার আমাকে অবাক করেছে। ইনজুরি থেকে ফিরে দারুন ফুটবল খেলেছে নেইমার।’

কাজানে ৩১ মিনিটের মধ্যে বেলজিয়ামের কাছে দু’গোল হজম করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করে তারা। কিন্তু শেষ পর্যন্ত হারকে বরণ করে নিতে হয় ব্রাজিলকে। বেলজিয়ামের গোলমুখে ২৬টি শট নেয় তারা। এর মধ্যে ৯টি গোলমুখী শট ছিল। কিন্তু গোল আদায় করতে না পারায় ম্যাচ হারের স্বাদ পায় ব্রাজিল। তাই দলের এমন পারফরমেন্সে খুশি হতে পারেননি ব্রাজিলের কোচ তিতে।

তিনি বলেন, ‘ব্রাজিল গোলে শট নিয়েছে ২৬টি, ৯টিই ছিল গোল হবার মত। কিন্তু আমাদের খেলোয়াড়রা ভুল করেছে, গোলের সুযোগগুলো হাতছাড়া করে তারা। তবে বেলজিয়াম ৮টি শট নিয়ে ৩টি গোলমুখে রাখতে পারে। তিনটির মধ্যে দু’টি থেকে গোল আদায় করে নেয় বেলজিয়াম। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ জিতেছে বেলজিয়াম। আমাদের ভুলেই আমরা জিততে পারিনি।’

দলের পারফরমেন্সে অখুশি হলেও, অধিনায়ক নেইমারের পারফরমেন্সে খুশি তিতে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়েন নেইমার। তিন মাসের ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে যোগ দেন। বিশ্বকাপে কোস্টা রিকার বিপক্ষে ও শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে গোল করেন তিনি। তারপরও নেইমারের খেলা মন জয় করেছে তিতের।

তিনি বলেন, ‘ইনজুরির পর অল্প সময়ের মধ্যে সেরা ফর্মে ফিরেছে নেইমার। এভাবে সে ফিরতে পারে আমার প্রত্যাশার মধ্যে তা ছিল না। তার ড্রিবলিং, প্রতিপক্ষের খেলোয়াড়কে ডজ দেয়া- সবই ছিল অসাধারণ। কখনো কখনো খুবই দ্রুতগতির ফুটবল খেলেছে সে। আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও বেশি ভালো খেলেছে সে। আমি মনে করি, কালকের ম্যাচে সেই সবচেয়ে ভালো খেলেছে। তীব্র-প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ ম্যাচে এভাবে খুব কম খেলোয়াড়ই খেলতে পারে।’

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল। তবে কি বিদায় ঘটবে কোচ তিতেরও! এমন প্রশ্নের জবাবে তিতে বলেন, ‘আমি ভবিষ্যতের কথা এখনই বলছি না। এখন এই কথা বলার পরিস্থিতি নয়। আমরা এখনো বেলজিয়ামের সাথে ম্যাচটি নিয়ে ভাবছি। এখান থেকে ঘুড়ে দাঁড়াতে হবে আমাদের। এ জন্য সময় প্রয়োজন।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলকে বিদায় দিয়ে ৩২ বছর পর সেমিতে বেলজিয়াম

ব্রাজিলকে বিদায় দিয়ে ৩২ বছর পর সেমিতে বেলজিয়াম

নেইমারের অভিনয় ও সমালোচনা : ক্ষেপেছেন রোনালদো

নেইমারের অভিনয় ও সমালোচনা : ক্ষেপেছেন রোনালদো

‘নেইমারের অভিনয় সত্যিই মানা যায় না’

‘নেইমারের অভিনয় সত্যিই মানা যায় না’

মেসিকে টপকে রোনালদোর পাশে নেইমার

মেসিকে টপকে রোনালদোর পাশে নেইমার