অভ্যর্থনা পেল ব্রাজিল : ফাঁকি দিয়েছে নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৯ জুলাই ২০১৮
অভ্যর্থনা পেল ব্রাজিল : ফাঁকি দিয়েছে নেইমার

ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ঘটে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। তাই বিশ্বকাপ শেষ হবার আগেই দেশে ফিরেছে ব্রাজিল ফুটবল দল। বিমানবন্দরে ভিড় ছিলো চোখে পড়ার মত। শেষ আট থেকে বিদায় ঘটলেও বীরের মতোই সংবর্ধনা পেয়েছে ব্রাজিল। সমর্থকদের ভালোবাসার সাথে ব্রাজিল ফুটবল সংস্থাও দলকে সংবর্ধনা দিয়েছে।

বিশ্বকাপে সাফল্য না পেয়েও এ প্রথম সংবর্ধনা পেল ব্রাজিল। পাশাপাশি প্রথম কোন অসফল কোচকে তাড়া খেতে হয়নি। কোচ হিসেবে সফল তিতে, এমনটাই মনে করেন সমর্থকরা। তবে সবার চোখকে ফাঁকি দিয়ে নিজ বাসায় ফিরেন গেছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার।

বিমান বন্দরের হল থেকে একে একে সবাই বের হয়ে বাইরে আসলেও বের হননি নেইমার। তাই নেইমারকে দেখতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে সমর্থকরা। পরে রিও বিমানবন্দরের কর্মীরা জানান, ব্রাজিল দল বিমানবন্দর থেকে নেমে হলের দিকে আসলেও নেইমার আসেননি । রানওয়ে থেকেই নিজ হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির পথে উড়াল দেন তিনি।

এদিকে রাশিয়া বিশ্বকাপে ফাউলের অভিনয় করে বেশ সমালোচিত হয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। এমনকি তার বিরুদ্ধে রম্য করে বিভিন্ন অফারমূলক ঘোষণাও দিয়েছিল  বিভিন্ন প্রতিষ্ঠান। তার মধ্যে অন্যতম ছিল যে, নেইমার যতবার মাটিতে পড়বে ততবার বেয়ার ফ্রি দেয়া হবে।

তবে ব্রাজিল ফুটবল সংস্থাও দলকে সংবর্ধনা দেয়া হলেও অন্য ঘটনাও ঘটেছে। ব্রাজিলের টিম বাসে হামলাও করেছে উত্তেজিত সমর্থকরা। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ভক্তরা টিম বাসকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে। পরে নিরাপত্তা পহড়ার দ্রুত চলে যায় নেইমারদের বহনকারী বাসটি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলকে ২০২২ বিশ্বকাপ নিয়ে চিন্তার পরামর্শ

ব্রাজিলকে ২০২২ বিশ্বকাপ নিয়ে চিন্তার পরামর্শ

দল নয়, নেইমারে অবাক তিতে

দল নয়, নেইমারে অবাক তিতে

ব্রাজিলকে বিদায় দিয়ে ৩২ বছর পর সেমিতে বেলজিয়াম

ব্রাজিলকে বিদায় দিয়ে ৩২ বছর পর সেমিতে বেলজিয়াম

‘নেইমারের অভিনয় সত্যিই মানা যায় না’

‘নেইমারের অভিনয় সত্যিই মানা যায় না’