কেঁদে মাঠ ছাড়লেন ভারানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৩ অক্টোবর ২০২২
কেঁদে মাঠ ছাড়লেন ভারানে

দরজায় করা নাড়ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ফুটবল বিশ্বকাপ। এরই মাঝে ফ্রান্স ও ম্যানইউর তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানে গুরুত্বর চোট পেয়ে মাঠ ছাড়েন। মাঠ থেকে বেড়িয়ে যাওয়ার সময় অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায় ভারানেকে

শনিবার(২২ অক্টোবর) চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামেন রাফায়েল ভারানে। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে বা পায়ে মারাত্মক চোট পান ভারানে। কাঁদতে কাঁদতে তার মুখ ঢেকেছিল এবং তার সতীর্থ খেলোয়াড়েরা তাকে সমর্থন দেয়।

ভারানের চোটের কারনে চিন্তিত হয়ে পড়েছে ফ্রান্স ও ম্যানইউ। কারণ কাতার বিশ্বকাপে ভারানে ফ্রান্সের রক্ষণভাগের অন্যতম মূল কান্ডারি। মেডিকেল রিপোর্ট হাতে না পাওয়া অবধি দুশ্চিন্তার ঘোর কাটবে না ফ্রান্সের।

অন্যদিকে সদ্য রিয়াল মাদ্রিদ হতে দলে ভেরানো ম্যানইউর ডিফেন্সের প্রাণভোমরা ভারানেকে নিয়ে মৌসুম শুরু থেকে দারুণভাবে শুরু করেন। মৌসুমের মাঝ পথে এসে ভারানেকে হারানো এটা তাদের মারাত্মক হুমকির বিষয়।

মেডিকেল রিপোর্ট হাতে না পাওয়া অবধি ভারানে বিশ্বকাপ নিশ্চিত কিনা তা রিপোর্ট হাতে না পাওয়া অবধি বলাবাহুল্য।

কাতার বিশ্বকাপে ডি গ্রুপে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনেসিয়া বিপক্ষে লড়বে ফ্রান্স।

স্পোর্টসমেইল২৪/আরআইএম 

 


শেয়ার করুন :


আরও পড়ুন

৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান

৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান

উইলিয়ামসনের রেকর্ড ভেঙে বাবরের পাশে কনওয়ে

উইলিয়ামসনের রেকর্ড ভেঙে বাবরের পাশে কনওয়ে

ভারত-পাকিস্তান মহারণ আজ

ভারত-পাকিস্তান মহারণ আজ

হাল্যান্ডের জোড়া গোলে জয়ে ফিরলো ম্যানসিটি

হাল্যান্ডের জোড়া গোলে জয়ে ফিরলো ম্যানসিটি