কাতার বিশ্বকাপে অনিশ্চিত সন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০৩ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপে অনিশ্চিত সন

বিশ্বকাপ শুরুর মাত্র ১৭ দিন আগে দক্ষিণ কোরিয়া শিবিরে জোর ধাক্কা। চোখে চোট পেয়ে ছিটকে গেছেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড সন হিউং-মিন। এতে সংশয় জেগেছে কাতারে তার খেলার সম্ভাবনা নিয়ে।

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার মার্সেইয়ের বিপক্ষে টটেনহ্যামের ২-১ গোলের জয়ের ম্যাচে ২৩তম মিনিটে চোট পান হিউং-মিন। বেশ খানিকটা সময় মাঠে চিকিৎসার পর তাকে তুলে নেওয়া হয় ৷

মাঠ ছাড়ার সময় হিউং-মিনের চোখেমুখে দৃশ্যমান ছিল ব্যথার যন্ত্রণা। হাঁটতেও কষ্ট হচ্ছিল ৩০ বছর বয়সী এই ফুটবলারের।

টটেনহ্যাম বুধবার এক বিবৃতিতে জানায়, বাম চোখে আঘাত পেয়েছেন হিউং-মিন এবং তার অস্ত্রোপচারের প্রয়োজন হবে। পুনর্বাসন প্রক্রিয়ার পর তিনি কবে ফিরবেন, তা উল্লেখ করা হয়নি।

হিউং-মিনের চোট কোরিয়ার জন্য বড় দুঃসংবাদ। দলটির অধিনায়ক তো বটেই, সেরা খেলোয়াড়ও তিনি। এশিয়ার দেশটির বিশ্বকাপ পথচলা অনেকটাই নির্ভরশীল তার ওপর।

বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে আছে কোরিয়া। তাদের প্রথম ম্যাচ আগামী ২২ নভেম্বর, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে। এ গ্রুপের অন্য দুই দল পর্তুগাল ও ঘানা।

স্পোর্টসমেইল২৪/আরআইএম


শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপে নৈপূণ্যে পিএসজির জয়

এমবাপে নৈপূণ্যে পিএসজির জয়

সেল্টিককে গোল বন্যায় ভাসালো রিয়াল মাদ্রিদ

সেল্টিককে গোল বন্যায় ভাসালো রিয়াল মাদ্রিদ

বিশ্বকাপে সবার আগে মেসি

বিশ্বকাপে সবার আগে মেসি

চ্যাম্পিয়ানস লিগে রাউন্ড অব সিক্সটিনথ নির্ধারণ

চ্যাম্পিয়ানস লিগে রাউন্ড অব সিক্সটিনথ নির্ধারণ