বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২২
বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’

শেষ প্রান্তে উপস্থিত কাতারের ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা, মরক্কো, ফ্রান্স নাকি ক্রোয়েশিয়া -কার ভাগ্যে লেখা আছে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের মুকুট, সেটি দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

তবে এর আগেই মরুর দেশে চমক আনলো ফিফা। বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য নতুন বল নিয়ে হাজির ফুটবল সংস্থাটি। বিশ্বকাপের শেষ চার ও শিরোপার লড়াইয়ের ম্যাচ হবে নতুন ফুটবল ‘আল হিল্ম’ দিয়ে।

এর আগে কাতারের বিশ্বকাপে খেলা হয়েছিল 'আল রিহালা' বল দিয়ে। টুর্নামেন্টের প্রথম ৬০টি ম্যাচ খেলা হয়েছিল অ্যাডিডাসের এই বল দিয়ে। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী বাকি চার ম্যাচের জন্য এলো ‍‌'আল হিল্ম'। যার অর্থ অর্থ 'স্বপ্ন'।

তবে নতুন বলটিতে গ্রাফিক্স ছাড়া আর কোনো পরিবর্তন আনেনি ফিফা। একাধিক প্রযুক্তি সম্বলিত 'আল রিহালা'র মতোই থাকবে 'আল হিল্ম'।

সেমির আগেই গ্রুপ পর্ব, শেষ ষোল ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে খেলা হয়েছে ৬০টি ম্যাচ। এরপর বিশ্বমঞ্চ পেয়েছে ৩২ দলের সেরা চার দলকে। 'আল হিল্ম' বল দিয়েই সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ ডিসেম্বর।

অ্যাডিডাসের স্পন্সরশীপের বলটি দিয়েই শিরোপা অর্জনের শেষ লড়াইগুলো দেখবে ফুটবল বিশ্ব। যেখানে মেসির আর্জেন্টিনা পুনরায় সেমিতে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। অন্যদিকে, মাইটি ব্লাক হর্স খ্যাত মরক্কোর প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।

চার দলের সেমির লড়াই শেষে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের ফাইনাল লড়াই। এখন দেখার বিষয় কোন দুই ফাইনালে উঠে।

স্পোর্টসমেইল২৪/এমটিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে

রোনালদোর বিদায়ে মাশরাফির হৃদয়ও কেঁদে উঠেছে

কেনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে ফ্রান্স

কেনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে ফ্রান্স

কাতার বিশ্বকাপে রূপকথার কারিগর এডুকেশন সিটি স্টেডিয়াম

কাতার বিশ্বকাপে রূপকথার কারিগর এডুকেশন সিটি স্টেডিয়াম

ব্রাজিলের বিদায়ের দিনে সেমি-ফাইনালে আর্জেন্টিনা

ব্রাজিলের বিদায়ের দিনে সেমি-ফাইনালে আর্জেন্টিনা