বিশ্বকাপে পওয়া ৪ লাখ পাউন্ড দিয়ে দিলেন এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ পিএম, ১৭ জুলাই ২০১৮
বিশ্বকাপে পওয়া ৪ লাখ পাউন্ড দিয়ে দিলেন এমবাপে

রাশিয়া বিশ্বকাপ থেকে উপার্জিত সমস্ত অর্থই দান করে দিলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ জয়ী ফ্রান্সের এ স্ট্রাইকার সেরা যুব ফুটবলার হয়েছেন। এবার তিনি দেখালেন, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তিনি আলাদা।

বিশ্বকাপে তারকা হিসেবে জন্ম নেয়া ফ্রান্সের ১০ নম্বর জার্সির মালিক এমবাপের বয়স মাত্র ১৯ বছর। এ বয়সে বিশ্বকাপে খেলে করেছেন চারটি গোল। এর মধ্যে ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলও রয়েছে তার।

১৯৫৮ সালে পেলে শেষবার কোনো টিনএজার হিসেবে বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন। এরপর এমবাপে করলেন। প্যারিস সাঁ জাঁ ক্লাবের ফুটবলারকে এখন বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিবান ফুটবলারের অন্যতম। এমনকি সয়ং পেলেও তাকে হুমকি হিসেবে দেখছেন।

‘স্পোর্টস ইলাসট্রেটেড’ অনুসারে রাশিয়া বিশ্বকাপে ম্যাচ প্রতি ১৭ হাজার পাউন্ড পেয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য হিসেবে পেয়েছেন আরও ২ লাখ ৬৫ হাজার পাউন্ড। সেই হিসেবে এমবাপের মোট আয় দাঁড়ায় ৩ লাখ ৮৪ হাজার পাউন্ড। এ অর্থের পুরোটাই তিনি দান করেছেন এক চ্যারিটি সংস্থাকে।

সেই সংস্থার নাম প্রিমিয়ার ডি করডি। এ সংস্থা প্রতিবন্ধী শিশু ও হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে কাজ করে। সংস্থার মুখপাত্র সেবাস্তিয়ান রাফিন জানিয়েছেন, “‌‌কিলিয়ান দুর্দান্ত মানুষ। যখনই সুযোগ পান, উনি আমাদের সাহায্য করেন আনন্দের সঙ্গে।”


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ফ্রান্স

ক্রোয়েশিয়ার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ফ্রান্স

বিশ্বকাপের সেরা উদীয়মান খোলোয়াড় এমবাপে

বিশ্বকাপের সেরা উদীয়মান খোলোয়াড় এমবাপে

বিশ্বকাপে গোল্ডেন বল, বুট ও গ্লাভস জিতলেন যারা

বিশ্বকাপে গোল্ডেন বল, বুট ও গ্লাভস জিতলেন যারা

রাশিয়া বিশ্বকাপের টপ ও ফ্লপ

রাশিয়া বিশ্বকাপের টপ ও ফ্লপ