অলিম্পিকস নারী ফুটবল বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
অলিম্পিকস নারী ফুটবল বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

প্যারিস অলিম্পিকসের নারী ফুটবল ইভেন্টের বাছাইয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই অঞ্চালের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয় ।

২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। এই গেমসের জন্য মেয়েদের ফুটবল ইভেন্টের এশিয়া পর্বের বাছাই শুরু হবে ৩ এপ্রিল। এই পর্বের শেষ হবে ১১ এপ্রিল। তবে কোন ভেন্যুতে খেলবে বাংলাদেশ সেটা এখনও ঠিক হয়নি।  

২৬টি দলকে মোট সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল পরের রাউন্ডে খেলবে। পরে এই সাত দলের সঙ্গে যোগ হবে

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা পাঁচটি দল। এই পাঁচ দলের মধ্যে রয়েছে উত্তর কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া- দক্ষিণ কোরিয়া। এই ১২ দল তিন গ্রুপে ভাগ হয়ে লড়বে। তিন গ্রুপের তিন চ্যাম্পিয়ন ও এক রানার্সআপ দল মিলে হবে শেষ রাউন্ড। এই চার দলের মধ্যে লড়াইয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল অলিম্পিকসে খেলার সুযোগ পাবে।

প্রাথমিক গ্রুপে ইরান ও মিয়ানমার দু'দলই শক্তিশালী। তাদের বিপক্ষে সর্বশেষ দেখায় বাংলাদেশ হেরেছিল ৫-০ করে ব্যবধানে।
স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার আলকারাজ এখন সাউদাম্পটনের

আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার আলকারাজ এখন সাউদাম্পটনের

ম্যান সিটির মূল একাদশে খেলতে প্রস্তুত ফিলিপস

ম্যান সিটির মূল একাদশে খেলতে প্রস্তুত ফিলিপস

বিদায় বলে দিলেন ফ্রান্সের গোলকিপার

বিদায় বলে দিলেন ফ্রান্সের গোলকিপার

জিতেই শীর্ষে বার্সেলোনা

জিতেই শীর্ষে বার্সেলোনা