আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ এএম, ২৩ জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ফুটবল থেকে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছে ফিফা। পরবর্তি ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা আর আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলতে পারবে না। তাদের কোনো ক্লাবও আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচ খেলতে পারবে না। নিষেধাজ্ঞা থাকতে ফিফার কাছ থেকে আর্থিক সহায়তাও পাবে না লংকানরা। ফিফা এক বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।


এরআগে বাংলাদেশ ২০০২ সালে ফিফার নিষেধাজ্ঞায় পড়েছিল। গত বছর ভারতকে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। তবে কিছুদিন পরই সেটি উঠিয়ে নেওয়া হয়।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত নিষিদ্ধ ছিল। সদস্য দেশগুলোকে উদ্দেশ করে লেখা চিঠিতে বলা হয়, ফিফা গঠনতন্ত্রের ১৬ ধারা অনুসারে ২১ জানুয়ারি এফএফএসএলকে নিষিদ্ধ করেছে ফিফার ব্যুরো অব কাউন্সিল।

কোনো দেশের ফুটবলে যদি সেদেশের তৃতীয়পক্ষের হাত থাকে তাহলে ফিফা সেই দেশকে নিষিদ্ধ করে। এরআগে শ্রীলঙ্কাকে রেড নোটিশ পাঠিয়েছিল ফিফা।


তাদের সাবেক সভাপতি জশওয়ার উমার লেবেকে নির্বাচনের দিন অযোগ্য বলে ঘোষণা করা হয়। সেটা আবার ফিফাকে জানায় জশওয়ার। পিটিশন দায়ের করলে আগামী ১৯ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

এদিকে ফুটবলে শ্রীলঙ্কার অবস্তা ভালো নয়। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের ২০৭তম অবস্থানে আছে শ্রীলঙ্কা।

 

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

হলান্ডের রেকর্ড চতুর্থ হ্যাটট্রিক

হলান্ডের রেকর্ড চতুর্থ হ্যাটট্রিক

ইনজুরি সত্ত্বেও বায়ার্নের নাম্বার ওয়ান গোলরক্ষক নয়্যার

ইনজুরি সত্ত্বেও বায়ার্নের নাম্বার ওয়ান গোলরক্ষক নয়্যার

যৌন হয়রানির দায়ে গ্রেফতার আলভেসকে নিয়ে বিস্মিত জাভি

যৌন হয়রানির দায়ে গ্রেফতার আলভেসকে নিয়ে বিস্মিত জাভি

এবার মেয়েদের শীর্ষ বাছাইয়েরও বিদায়

এবার মেয়েদের শীর্ষ বাছাইয়েরও বিদায়