ইনজুরি নিয়ে সমস্যায় টটেনহ্যাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ৩০ জুলাই ২০১৮
ইনজুরি নিয়ে সমস্যায় টটেনহ্যাম

মধ্যমাঠের ইনজুরি নিয়ে সমস্যায় পড়ছে টটেনহ্যাম হটস্পার। হ্যামিস্ট্রং ইনজুরির কারণে মোসা সিসোকো ও হাঁটুর ইনজুরির কারণে ভিক্টর ওয়ানাইমা প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফর শেষ না করেই দেশে ফিরে গেছেন।

এর আগে এরিক ডায়ার, মোসা ডেম্বলেকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে এসেছিল স্পারসরা। দুজ’র বিশ্বকাপের পরে ছুটিতে। ফলে দলের সাথে যুক্তরাষ্ট্রে যাননি তারা। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের পাঁচদিন আগে আগামী ৬ আগস্ট তাদের দলে যোগ দেয়ার কথা রয়েছে।

এদিকে ইনজুরির কারণে হ্যারিন উইঙ্কস ও জোস ওনোমাহ সফর মিস করেছেন। আর সফরে গিয়ে ইনজুরিতে পড়েন ওয়ানাইমা, সিসোকো ও ২৮ বছর বয়সী তাহসান ওকলে-বুথে। বার্সেলোনার বিপক্ষে শনিবারের ম্যাচে প্রথমার্ধে হ্যামিস্ট্রং ইনজুরিতে আক্রান্ত হন সিসোকো।

অন্যদিকে গত মৌসুমে হাঁটুর ইনজুরির কারণে প্রায় চার মাস বিশ্রামে থাকা ওয়নাইমা একই সমস্যার কারণে অস্বস্তি অনুভব করায় পোচেত্তিনো এখন সেন্ট্রাল মিডফিল্ড নিয়ে সমস্যায় পড়েছেন। তবে সিসোকোর ইনজুরির মাত্র ততটা গুরুতর নয় বলেই আশা করছেন কোচ।

আগামী কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। পোচেত্তিনো বলেন, রোমার বিপক্ষে ম্যাচের পরে এরিক লামেলা পেশীর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তবে এসি মিলানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে তার খেলা নিয়ে আশা করা হচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড গোলরক্ষককে দলে ভেড়ালো চেলসি

ইংল্যান্ড গোলরক্ষককে দলে ভেড়ালো চেলসি

২০২২ বিশ্বকাপ পর্যন্ত তিতেই ব্রাজিলের কোচ

২০২২ বিশ্বকাপ পর্যন্ত তিতেই ব্রাজিলের কোচ

ভারতের বিপক্ষে নাটকীয়ভাবে ইংল্যান্ড দলে রশিদ

ভারতের বিপক্ষে নাটকীয়ভাবে ইংল্যান্ড দলে রশিদ

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়

হতাশা কাটিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়