বর্ণবাদী আচরণে চীনা খেলোয়াড় নিষিদ্ধ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১০ আগস্ট ২০১৮
বর্ণবাদী আচরণে চীনা খেলোয়াড় নিষিদ্ধ

চাইনিজ সুপার লিগে (সিএসএল) সেনেগালের স্ট্রাইকার ডেম্বা বার সঙ্গে বর্ণবাদী আচরণকারী এক চীনা ফুটবলারকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে চীনা ফুটবল কর্তৃপক্ষ।

এ ছাড়া চ্যাংসুন ইতাই’র মিডফিল্ডার ঝাং লি-কে ৪২ হাজার ইয়েন জরিমানা করেছে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। অবশ্য এ শাস্তি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ণবাদী আচরণের বিষয়টি উল্লেখ করা হয়নি।

সিএফএ জানায়, ‘খেলার স্বাভাবিকতা, বিশৃঙ্খলা এবং নেতিবাচক সামাজিক প্রভাব সৃষ্টির দায়ে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

গত শনিবার ঝাং এবং ডেম্বাবা’র সাংহাই সেনহুয়ার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে চেলসির সাবেক স্ট্রাইকার ডেম্বা বার সঙ্গে সতীর্থ এক খেলোয়াড়ের ধাক্কা লাগার ঘটনায় ঝাং তার সঙ্গে বর্ণবাদী আচরণ করেন। এ বিষয়ে অবশ্য জন সমক্ষে কোন মন্তব্য করেননি ৩৩ বছর বয়সি ডেম্বা বা। কিন্তু নিজের টুইটার একাউন্টে এ বর্ণবাদ বিরোধী একটি মন্তব্য টুইট করেছেন।

ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে সিনহুয়ার কোচ উ জিনগুই বলেন, ‘ইতাই’র একজন খেলোয়াড় অপমানকর ভাষা ব্যবহার করেছে।’ ম্যাচটি ১-১ গোলে ড্রতে শেষ হয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

উয়েফার সেরা ফরোয়ার্ডে মেসি-রোনালদো-সালাহ

উয়েফার সেরা ফরোয়ার্ডে মেসি-রোনালদো-সালাহ

পাকিস্তানকে ১৪ গোলে হারালো বাংলাদেশ

পাকিস্তানকে ১৪ গোলে হারালো বাংলাদেশ

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে মরিনহোর সতর্কবার্তা

ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে মরিনহোর সতর্কবার্তা

নেপোলিকে ৫-০ গোলে হারালো লিভারপুল

নেপোলিকে ৫-০ গোলে হারালো লিভারপুল