মোরসালিনের দুর্দান্ত গোলে লেবাননকে আটকালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২৩
মোরসালিনের দুর্দান্ত গোলে লেবাননকে আটকালো বাংলাদেশ

ফাইল ফটো

ঘরের মাঠে দারুণভাবে ফিরলো বাংলাদেশ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করলো বাংলাদেশ ফুটবল দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে লেবানন। তবে মঙ্গলবার (২১ নভেম্বর) কিংস অ্যারেনায় দুই দলের লড়াইয়ে সেটা তেমন একটা বোঝা যায়নি। প্রথমার্ধে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সমানে সমানে লড়াই করে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

এ জয় ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ পর্বে পয়েন্ট ভাগ করে নিলো বাংলাদেশ ফুটবল দল। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।

কিংস অ্যারেনায় দুর্দান্ত এক ফুটবল ম্যাচের স্বাক্ষী হয়েছে কয়েক হাজার দর্শক। মাঠে বসেই মোরসালিনের দুর্দান্ত গোলের উল্লাসে মেতেছে বাংলাদেশি ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ বল দখলে পিছিয়ে থাকলেও ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য ব্যবধানে শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৮তম মিনিটের শুরুতেই গোলরক্ষকের ভুলে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। নিজেদের জালে গোল হওয়ায় কয়েক হাজার দর্শকে ভর্তি গ্যালারি একদম সুনসান নিরবতা বিরাজ করে।

তবে ফুটবল প্রেমী বাংলাদেশিদের খুব বেশি সময় কষ্টে রাখেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ৬ মিনিট পর ম্যাচের ৭৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে জড়ালো কোনাকুনি শটে বল জালে জড়ান মোরসালিন। দুর্দান্ত এমন গোলে উল্লাসে মেতে উঠে পুরো গ্যালারি।

শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এই নিয়ে লেবাননের বিপক্ষে বাংলাদেশচার বার মুখোমুখি হলো বাংলাদেশ। চার ম্যাচের মধ্যে বাংলাদেশ একবার জয় পেয়েছে, এবারই প্রথম ড্র করলো।



শেয়ার করুন :