মাদাগাস্কার-সেনেগাল ম্যাচে হুড়াহুড়িতে নিহত ১, আহত ৪০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৮
মাদাগাস্কার-সেনেগাল ম্যাচে হুড়াহুড়িতে নিহত ১, আহত ৪০

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি ফুটবল স্টেডিয়ামে ঢুকতে গিয়ে একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। আফ্রিকা কাপ অব ন্যাশন্স টুর্নামেন্টে মাদাগাস্কার ও সেনেগালের মধ্যকার কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে এ দুর্ঘটনা ঘটে।

সকাল থেকে হাজার দর্শনার্থী স্টেডিয়ামুখী হতে থাকে। কিন্তু স্টেডিয়ামে প্রবেশের জন্য মাত্র একটি গেইট খুলা রাখা হয়। এতে দর্শনার্থীদের চাপে একটা পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং হুড়াহুড়িতে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়।

এই ম্যাচে মাঠে নামেন লিভারপুলের ফরোয়ার্ড, সেনেগালের অন্যতম ভরসা সাদিও মানে। ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।

আফ্রিকার দেশগুলোতে দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে সেখানকার স্টেডিয়ামগুলোতে দর্শনার্থীদের অতিরিক্ত চাপ সামাল দিতে না পারায় স্টেডিয়াম দুর্ঘটনায় মারা যাওয়া নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে অ্যাঙ্গোলার একটি স্টেডিয়ামে ১৭ জন এবং জুলাইয়ে মালাউইয়ের একটি স্টেডিয়ামে হুড়াহুড়িতে ৭ শিশুসহ ৮ জন নিহত হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

মডরিচকে অভিনন্দন সিআর সেভেন

মডরিচকে অভিনন্দন সিআর সেভেন

ব্রাজিলের স্থায়ী অধিনায়ক নেইমার

ব্রাজিলের স্থায়ী অধিনায়ক নেইমার

তিন ম্যাচ নিষিদ্ধ হলেন এমবাপে

তিন ম্যাচ নিষিদ্ধ হলেন এমবাপে

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়

এগিয়ে, সমতায় এবং শেষ মুহূর্তে পাকিস্তানের নাটকীয় জয়