তৃতীয় ধাপের উয়েফা ক্লাব প্রতিযোগিতায় সবুজ সংকেত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১১ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৮
তৃতীয় ধাপের উয়েফা ক্লাব প্রতিযোগিতায় সবুজ সংকেত

তৃতীয় ধাপের উয়েফা ক্লাব কাপ প্রতিযোগিতা আয়োজনের জন্য ইউরোপীয় ফুটবল পরিচালনা কর্তৃপক্ষের (উয়েফা) ছাড়পত্র পেয়েছে ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ)। অ্যাসোসিয়েশনের সভাপতি আন্দ্রে আগনেলি বিষয়টি নিশ্চিত করেছেন। ‘কাপ উইনার্স কাপ’ প্রতিযোগিতাটি দুই যুগ ধরে বন্ধ রয়েছে।

জুভেন্টাস ও উয়েফার ক্লাব প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান আগনেলি অনুষ্টিত ইসিএ’র বার্ষিক সাধারণ সভায় বলেন, ‘২০২১/ ২২ মৌসুমে এই টুর্নামেন্ট ফের চালু করার বিষয়ে সুবজ সংকেত দিয়েছে উয়েফা।’

উয়েফার নির্বাহী কমিটির সভায় ভবিষ্যতে এটি অনুমোদন করা হবে। এর ফলে তিনটি প্রতিযোগিতায় সর্বমোট ৯৬টি দল অংশগ্রহণের সুযোগ লাভ করবে।

এই মুহূর্তে ইউরোপা লিগে ৪৮টি দল অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তবে ওই কাপ প্রতিযোগিতা চালু হলে সেখানে অংশগ্রহণকারী দল সংখ্যা ৩২টিতে নেমে আসবে। সমান সংখ্যক দল চ্যাম্পিয়ন্স লিগ ও নতুন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এর আগে ৪০ বছর চলার পর ১৯৯৯ সালে বাতিল হয়ে যায় কাপ উইনার্স কাপ প্রতিযোগিতা। তবে একই সময় প্রচলন ঘটে চ্যাম্পিয়ন্স লিগের।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্পেনের কাছে ঘরের মাঠে ইংল্যান্ডের হার

স্পেনের কাছে ঘরের মাঠে ইংল্যান্ডের হার

মাদাগাস্কার-সেনেগাল ম্যাচে হুড়াহুড়িতে নিহত ১, আহত ৪০

মাদাগাস্কার-সেনেগাল ম্যাচে হুড়াহুড়িতে নিহত ১, আহত ৪০

গুরুতর ইনজুরিতে লুক শো

গুরুতর ইনজুরিতে লুক শো

এমবাপ্পে-জিরুদের গোলে ফ্রান্সের দুর্দান্ত জয়

এমবাপ্পে-জিরুদের গোলে ফ্রান্সের দুর্দান্ত জয়