চুক্তির মেয়াদ বাড়ালো তাবারেজের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮
চুক্তির মেয়াদ বাড়ালো তাবারেজের

অভিজ্ঞ কোচ ওস্কার তাবারেজের সাথে চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছে উরুগুয়ে। এই চুক্তি অনুযায়ী ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ের সাথেই থাকছেন তাবারেজ।

শুক্রবার উরুগুয়ান ফুটবল এসোসিয়েশনের সাথে এই সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেছেন ৭১ বছর বয়সী তাবারেজ। ২০০৬ সাল থেকে তিনি উরুগুয়ের জাতীয় দলের সাথে এই দায়িত্ব পালন করে আসছেন। রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়ে উরুগুয়ের বিদায়ের পর তাবারেজের ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দেয়। আগস্টে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে অনুর্ধ্ব-২০ দলের কোচ ফাবিয়ান কোয়িটো অন্তর্বর্তীকালীণ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এরপর তাবারেজ আবারো জাতীয় দলে ফিরেছেন।

বোকা জুনিয়র্স ও এসি মিলানের সাবেক এই বস এই নিয়ে দ্বিতীয় মেয়াদে উরুগুয়ের দায়িত্ব পালন করছেন। কাতারে যদি উরুগুয়ে খেলার সুযোগ পায় তবে চতুর্থবারের মত বিশ^কাপে দলটির দায়িত্বে থাকবেন তাবারেজ। এর আগে তিনটি আসরেই উরুগুয়ে নক আউট পর্বে খেলেছিল। ২০১০ সালে তার অধীনে উরুগুয়ের চতুর্থ স্থান লাভ করে যা বিশ^কাপের ইতিহাসে তাদের সেরা সাফল্য।


শেয়ার করুন :


আরও পড়ুন

লেবাননকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

লেবাননকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

আতলেতিকো-বরুশিয়ার শুভ সূচনা

আতলেতিকো-বরুশিয়ার শুভ সূচনা

সালাহদের কাছে নেইমারদের হার

সালাহদের কাছে নেইমারদের হার

বঙ্গবন্ধু গোল্ড কাপে জায়গা হয়নি ‌‘বিতর্কিত’ সোহেলের

বঙ্গবন্ধু গোল্ড কাপে জায়গা হয়নি ‌‘বিতর্কিত’ সোহেলের