অবশেষে জয়ের ছন্দে মেসিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০২ এএম, ২১ জানুয়ারি ২০১৯
অবশেষে জয়ের ছন্দে মেসিরা

স্প্যানিশ প্রিমেরা লিগায় এই লেগানেসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে হোঁচট খেয়েছিল বার্সেলোনা। প্রথম পর্বে ১-২ গোলে হারের মধুর প্রতিশোধ নিয়েছে কাতালান ক্লাবটি। ফিরতি পর্বে একেবারে অনায়াসেই জয় তুলে নিয়েছে ফেভারিটরা। রোববার রাতের জয়ে শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেল বার্সা।

ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে রোববার লেগানেসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। গোল তিনটি করেছেন উসমান দেম্বলে, লুইস সুয়ারেস ও লিওনেল মেসি।

খেলার ৩২ মিনিটে দেম্বলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ফরাসি এই তারকা তার দুর্দান্ত ফর্ম ধরে রেখেই মাঠে নামনেন। এবারের লা লিগায় নিজের অষ্টম গোলটি করেন তিনি।

প্রথমার্ধেই আরো এগিয়ে যেতে পারতো বার্সা। কিন্তু গোল করার সহজ সুযোগটাও কাজে লাগাতে পারেন নি ফিলিপে কৌতিনিয়ো। এরইমধ্যে ৫৭তম মিনিটে বার্সা ভক্তদের চমকে দিয়ে খেলায় সমতা ফেরান মার্টিন ব্রেথওয়েট (১-১)।

এরইমধ্যে ৬৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। তবে তারপরই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দেম্বেলেকে। কিন্তু মেসি নেমেই দৃশ্যপট পাল্টে দেন। ৭১ মিনিটে তারই তৈরি করে দেওয়া উৎসে গোলে করেন সুয়ারেজ। এবারের লিগে উরুগুয়ের স্ট্রাইকারের এটি ১৫তম গোল।

এরপর ইনজুরি সময়ে গোল করে দলকে আরো এগিয়ে দেন মেসি। এবারের লা লিগায় এটি এই তারকা ফুটবলারের ১৮তম গোল।

এই জয়ে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বার্সেলোনা। ৪১ পয়েন্ট নিয়ে এরপরই আছে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট তিন নম্বরে রিয়াল মাদ্রিদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাবেক প্রেমিকা নিয়ে ম্যারাডোনার বেফাঁস মন্তব্য

সাবেক প্রেমিকা নিয়ে ম্যারাডোনার বেফাঁস মন্তব্য

চতুর্থ দ্রুততম ৫০ গোলের রেকর্ড স্পর্শ করলেন সালাহ

চতুর্থ দ্রুততম ৫০ গোলের রেকর্ড স্পর্শ করলেন সালাহ

রিয়ালে চুক্তি নবায়ন করতে চান মড্রিচ

রিয়ালে চুক্তি নবায়ন করতে চান মড্রিচ

কম্বোডিয়ার সাথে বাংলাদেশের প্রীতি ম্যাচ

কম্বোডিয়ার সাথে বাংলাদেশের প্রীতি ম্যাচ