ভারতীয় ফুটবল ক্লাবের মালিকানা কিনলো সুইজারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
ভারতীয় ফুটবল ক্লাবের মালিকানা কিনলো সুইজারল্যান্ড

ভারতীয় ফুটবল ক্লাবের অংশীদারিত্ব কিনে নিয়েছে সুইজারল্যান্ডের শীর্ষ ক্লাব এফসি বাসেল। চেন্নাই সিটি ক্লাবের ২৬ শতাংশ কিনে নিয়েছে তারা। যার মাধ্যমে প্রথম বিদেশি ক্লাব হিসেবে ভারতীয় কোন ফুটবল ক্লাবের মালিকানা কিনলো।

মাত্র তিন বছর যাবৎ ইন্ডিয়ান আই-লিগে খেলা চেন্নাই চুক্তির আর্থিক মূল্য সম্পর্কে কিছু জানায়নি। তবে এ চুক্তির মাধ্যমে একটি যুব ফুটবল একাডেমি প্রতিষ্ঠায় সাহায্য করবে বাসেল।

টাইমস অব ইন্ডিয়ার এক সংবাদে অবশ্য বলা হয়েছে, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত অংশ নেয়া দলটি ২০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে।

নয়া দিল্লিতে চুক্তি সম্পাদন শেষে চেন্নাই ক্লাবের মালিকানার অংশীদার রোহিত রমেশ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যে যে অর্থ বিনিয়োগ করবে তার পুরোটাই যুব ফুটবলার ও অবকাঠামোর জন্য ব্যয় করা হবে।’

তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ইউরোপিয়ান একটি ফুটবল ক্লাবের অর্থ বিনিয়োগ মানে দেশের অপর ক্লাবগুলোর জন্যও দ্বার খুলে গেল।’

বাসেল প্রেসিডেন্ট বার্নার্ড বার্গেনার ভারতীয় ফুটবল ও সুইস ক্লাবের জন্য একে ‘ঐতিহাসিক’ চুক্তি হিসেবে অভিহিত করেছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিদের জার্সিতে চীনা ভাষায় নাম

মেসিদের জার্সিতে চীনা ভাষায় নাম

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বি নেই

ফিফার সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বি নেই

রাশিয়ার দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলো এখন ‘শ্বেতহস্থি’

রাশিয়ার দৃষ্টিনন্দন স্টেডিয়ামগুলো এখন ‘শ্বেতহস্থি’

বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার

বিমান দুর্ঘটনায় নিখোঁজ সালার মরদেহ উদ্ধার