আরামবাগকে হারিয়ে বসুন্ধরার শীর্ষ স্থান দখল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
আরামবাগকে হারিয়ে বসুন্ধরার শীর্ষ স্থান দখল

প্রিমিয়ার লিগে একের পর এক চমক দেখাচ্ছে বসুন্ধরা কিংস। আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরেছে নবাগত দলটি।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে রোববার ৩-২ গোলে জিতে বসুন্ধরা সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে। আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

২৩তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে চিনেডু ম্যাথিউয়ের বাড়ানো ক্রসে দৌড়ে এসে নিখুঁত টোকায় আরামবাগকে এগিয়ে নেন আরিফুর রহমান।

পরের মিনিটেই সমতায় ফেরে বসুন্ধরা কিংস। এরপর ৩২তম মিনিটে দেনিয়েল কলিনদ্রেস সোলেরার লম্বা করে বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে মতিন মিয়া জাল খুঁজে নিলে এগিয়ে যায় আগের ম্যাচে বিজেএমসির কাছে পয়েন্ট হারানো দলটি।

৪২তম মিনিটে সতীর্থের ছোট করে কর্নার নেওয়ার পর কবির রানার ক্রসে হেডে ব্যবধান বাড়ান বসুন্ধরার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয় আরামবাগ। ৫৩তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথিউয়ের হেড করে বাড়ানো বল গোলমুখ থেকে অনায়াসে লক্ষ্যভেদ করেন তারই স্বদেশি কিংসলে চিগোজি। পরে আর সমতায় ফেরা গোল পায়নি আগের ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারানো আরামবাগ।

আট ম্যাচে চারটি করে জয় ও হারে ১২ পয়েন্ট আরামবাগের।

রোববার অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মেহেদী হাসান রয়েল ও মিথুন বিশ্বাসের গোলে ২-০ ব্যবধানে বিজেএমসিকে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

সাত ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট মুক্তিযোদ্ধার। ৮ ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া বিজেএমসির পয়েন্ট ৩।


শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সাইফের ড্র

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সাইফের ড্র

থমকে দাঁড়ালো উড়ন্ত বসুন্ধরা

থমকে দাঁড়ালো উড়ন্ত বসুন্ধরা

অপ্রতিরোধ্য আবাহনীর টানা পঞ্চম জয়

অপ্রতিরোধ্য আবাহনীর টানা পঞ্চম জয়

আবাহনীকে হারিয়ে রাসেলের দ্বিতীয় স্থান দখন

আবাহনীকে হারিয়ে রাসেলের দ্বিতীয় স্থান দখন