এশিয়ান কাপ ফুটবল আয়োজন করতে চায় চীন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১৬ মার্চ ২০১৯
এশিয়ান কাপ ফুটবল আয়োজন করতে চায় চীন

ফাইল ছবি

২০২৩ এশিয়ান কাপ ফুটবল আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাবনা জমা দিয়েছে চীন। দেশটির সরকারী বার্তা সংস্থা সিনহুয়া সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটির মতে ফিফা বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য হিসেবেই চায়না এই এশিয়ান কাপ আয়োজনের প্রস্তাবনাকে গুরুত্ব দিচ্ছে।

এর আগে ২০০৪ সালে চায়নায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান কাপ। কিন্তু এবারের প্রস্তাবনাটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারই দেশটির রাষ্ট্রপতি জি জিনপিং খোদ বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে ২০৩০ কিংবা ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করতে চায় চায়না।

আর সেক্ষেত্রে সম্ভাব্য প্রস্তুতি গ্রহণের জন্য ২০২৩ এশিয়ান কাপ সহায়ক হয়ে উঠতে পারে। যদিও এই প্রস্তাবনায় তাদের দক্ষিণ কোরিয়ান কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

সিনহুয়া বার্তা জানিয়েছে আবারো চায়নার মাটিতে এশিয়ান কাপ আয়োজনের অর্থ হলো এর মাধ্যমে ফুটবলের জনপ্রিয়তা ও উন্নয়নকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ইরানের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল চায়না।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির পর জাতীয় দলে রোনালদো

মেসির পর জাতীয় দলে রোনালদো

চার শিরোপা জয়ের দিকে এগুলেও নীরব ম্যানসিটি কোচ গার্দিওলা

চার শিরোপা জয়ের দিকে এগুলেও নীরব ম্যানসিটি কোচ গার্দিওলা

জিদান হয়ে ওঠতে পারেন রিয়ালের ত্রাতা

জিদান হয়ে ওঠতে পারেন রিয়ালের ত্রাতা

জিদানকে ফেরানোর পর ব্রাজিলিয়ান ফুটবলার কিনলো রিয়াল

জিদানকে ফেরানোর পর ব্রাজিলিয়ান ফুটবলার কিনলো রিয়াল