জার্মান ফুটবল প্রেসিডেন্টের পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৩ এপ্রিল ২০১৯
জার্মান ফুটবল প্রেসিডেন্টের পদত্যাগ

ফাইল ছবি

ঘুষ কলঙ্কের দায় নিয়ে পদত্যাগ করেছেন জার্মান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রেইনহার্ড গ্রিন্ডেল। তিন বছর এই দায়িত্বে থাকার পর সম্প্রতি জার্মান খবরের কাগজে গ্রিন্ডেল সম্পর্কে খবর প্রকাশের পর তিনি নিজেই পদত্যাগ করেন।

তার পদত্যাগের খবর বের হতে না হতেই এই পদে বিশ্বজয়ী জার্মানি দলের অধিনায়ক ফিলিপ লামের নাম শোনা যাচ্ছে। এর আগে আরেক বিশ্বজয়ী সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস গ্রিন্ডেলের পদত্যাগের জোরাল দাবি তুলেছিলেন।

জার্মান মিডিয়ার খবর, গত মৌসুমে প্রেসিডেন্টের অ্যাকাউন্টে ৭৮ হাজার ইউরো ঢুকেছে। ফুটবলের সঙ্গে জড়িতে একটি ম্যানেজমেন্ট সংস্থাকে কাজ পাইয়ে দেয়ার উপহার স্বরূপ এই অর্থ পেয়েছেন তিনি।

এখানেই শেষ নয়, একটি দামী হাতঘড়ি তিনি নিয়েছেন ইউক্রেনের ফুটবল প্রেসিডেন্টের কাছ থেকে। যিনি ২০১৭ সালে উয়েফায় থাকাকালীন গ্রিন্ডেলকে ঘড়িটি উপহার দিয়েছিলেন। যা নিয়ে দ্রুতই তদন্ত শুরু হতে যাচ্ছে।

কলঙ্কের দায় নিয়ে পদত্যাগের ঘটনা জার্মান ফুটবলে এই প্রথম নয়। ২০০৬ বিশ্বকাপে ঘুষ কেলেঙ্কারির দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট উল্ফগ্যাং নিয়েরবাচে। আর ২০১৬ সালে ফুটবল প্রেসিডেন্ট পদে বসেছিলেন গ্রিন্ডেল।


শেয়ার করুন :


আরও পড়ুন

জার্মান পুরুষ ফুটবলে প্রথম নারী কোচ

জার্মান পুরুষ ফুটবলে প্রথম নারী কোচ

মেসির গোলে রক্ষা পেল বার্সেলোনা

মেসির গোলে রক্ষা পেল বার্সেলোনা

তিনে ওঠার সুযোগ হাতছাড়া ম্যানইউর

তিনে ওঠার সুযোগ হাতছাড়া ম্যানইউর

হুয়েস্কার বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

হুয়েস্কার বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়