চীনের কোচ হিসেবে আবারও নিয়োগ পেলেন লিপ্পি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৬ মে ২০১৯
চীনের কোচ হিসেবে আবারও নিয়োগ পেলেন লিপ্পি

ফাইল ছবি

২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে দ্বিতীয় মেয়াদে আবারো চীনের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্সেলো লিপ্পি।

ইতালি ও জুভেন্টাসের সাবেক এই কোচ এর আগে দুই বছরেরও বেশী সময় চাইনিজ দলের দায়িত্ব পালন করেছেন। জানুয়ারিতে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর হতাশা নিয়েই দল ছেড়ে দিয়েছিলেন। তার স্থানে ফ্যাবিও ক্যানাভারো জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন।

কিন্তু গত মাসে চাইনিজ সুপার লিগের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে টাওবাওয়ের কোচিংয়ের দায়িত্বে মনোযোগী হবার নিমিত্তে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন ক্যানাভারো।

চাইনিজ ফুটবল এসোসিয়েশন এক বিবৃবিতে পুনরায় কোচ হিসেবে লিপ্পির নিয়োগ নিশ্চিত করেছে।

আগামী মাসে ফিলিপাইন ও তাজিকিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে লিপ্পির দায়িত্ব গ্রহনের কথা রয়েছে।
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়ান অঞ্চলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আগামী ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রুস, টের স্টেগানকে ছাড়াই জার্মানির দল ঘোষণা

ক্রুস, টের স্টেগানকে ছাড়াই জার্মানির দল ঘোষণা

বিশ্বকাপে ফেরা আমলা ভিশন ‘ক্ষুধার্ত’

বিশ্বকাপে ফেরা আমলা ভিশন ‘ক্ষুধার্ত’

হার দিয়ে মৌসুম শেষ করলো পিএসজি

হার দিয়ে মৌসুম শেষ করলো পিএসজি

মেসির গোল্ডেন বুটের হ্যাটট্রিক

মেসির গোল্ডেন বুটের হ্যাটট্রিক