কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ফুটবল দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ পিএম, ১১ জুন ২০১৯
কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ফুটবল দল

ছবি : বাফুফে

লাওসকে হারানোর স্বপ্নপূরণ না হলেও স্বস্তির ড্র মিলেছে বাংলাদেশের। আর এর ফলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে বাংলাদেশ ফুটবল দল।

মঙ্গলবার (১১ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাছাইয়ের প্রথম রাউন্ডে দুই দলের ফিরতি পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম পর্বে লাওসের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছিল বাংলাদেশ। আরিফুর রহমান ও মতিন মিয়ার বদলে জায়গা পেয়েছিলেন মামুনুল ইসলাম ও প্রথম পর্বে বদলি হিসেবে নেমে গোল করা রবিউল হাসান।

বাংলাদেশের জন্য দ্বিতীয় পর্বের খেলায় ড্র যথেষ্ট ছিল। বিপরীতে লাওসকে অন্তত ২-১ গোল জিততে হত। অথচ প্রথমার্ধে স্বাগতিকদের তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি দলটি।

এদিকে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। খেলার ৮ম মিনিটে জামাল ভূইয়ার ফ্রি কিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হেডের পর বল পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে পা ছোঁয়াতে পারেননি ইয়াসিন খান।

তবে ২৫তম মিনিটে ইয়াসিনের দুর্বল ব্যাক পাসে বিপদে পড়তে পারত বাংলাদেশ। দ্রুত ছুটে এসে বিপদমুক্ত করেন রানা। পাল্টা আক্রমণে বিশ্বনাথ ঘোষের লম্বা করে বাড়ানো বল গোলরক্ষকের গায়ে লেগে পেয়ে যান জীবন। কিন্তু তিনিও ঠিকানা খুঁজে পাননি।

এরপর ৩৭তম মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট করে বাংলাদেশ। রবিউলের উঁচু করে বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জীবনের হেডে জালে জড়ানোর চেষ্টা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। তবে শেষ পর্যন্ত দু'দলই গোল শূন্য থাকে।

বিশ্বকাপের বাছাই পর্বে ৪০টি দল ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে ৫টি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স-আপ বাছাই পর্বের পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাগতিক লাওসকে হারিয়ে দিল বাংলাদেশ

স্বাগতিক লাওসকে হারিয়ে দিল বাংলাদেশ

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

কোচ জেমি ডের সাথে বাফুফের চুক্তি নবায়ন

কাতারের উপর নির্ভরশীল ২০২২ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ

কাতারের উপর নির্ভরশীল ২০২২ বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ

প্রতিকূলতাতেও বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত হচ্ছে কাতার

প্রতিকূলতাতেও বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত হচ্ছে কাতার