কোহলির চোখে সবার উপরে রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৭ এএম, ০৩ আগস্ট ২০১৯
কোহলির চোখে সবার উপরে রোনালদো

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির মতে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব সেরা ফুটবলার। ফিফা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর প্রশংসা করে এমন মন্তব্য করেছেন কোহলি। রোনালদো পেছনেই তিনি আর্জেন্টিনার লিওনেল মেসিকে রেখেছেন।

ইউরোপ ফুটবলের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় রোনালদো ও আর্জেন্টিনার লিওনেল মেসি। সেরা হওয়ার দৌড়ে বেশিরভাগ সময় দেখা যায় তাদের দুজনকেই।সমান পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো-মেসি। তবে ব্যক্তিগত অর্জনে সমান হলেও দলীয় অর্জনে মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো।

মেসি চারটি, রোনালদো পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। জাতীয় দলের হয়ে ইউরো-উয়েফা নেশন্স লিগ জিতেছেন রোনালদো। এ ক্ষেত্রে মেসি কোন ট্রফি জিততে পারেননি। লিগ শিরোপা মেসি বেশি জিতলেও ইউরোপের তিনটি শীর্ষ লিগ-ইংলিশ প্রিমিয়ার, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি’আ দলের জন্য জিতেছেন রোনালদো। ফলে পরিসংখ্যানে মেসির চেয়ে এগিয়ে রয়েছেন রোনালদোই।

তবে শুধুমাত্র পরিসংখ্যান দিয়েই নয়, সবকিছুর বিচারে রোনালদোকেই এগিয়ে রেখেছেন কোহলি। বলেন, ‘আমার মতে তিনি (রোনালদো) বেশি চ্যালেঞ্জ নিয়েছেন। সবক’টিতে সফল, পরিপূর্ণ খেলোয়াড়। আমি দেখেছি তিনি অনেক পরিশ্রম করেন। এর কোনো তুলনা হয় না। সে অন্যদের জন্য অনুপ্রেরণা।’

কোহলি আরও বলেন, ‘রোনালদোর মতো এতো বেশি পরিশ্রম অন্য কেউ করতে পারে না। তার মধ্যে একজন নেতার সত্তা আছে। এটা আমার ভালো লাগে। তা আত্মবিশ্বাস অনেক বেশি।’

রোনালদো সাফল্যের জন্য প্রতিটা ম্যাচেই ক্ষুর্র্ধাত থাকে বলেও জানান কোহলি। বলেন, ‘আমার মনে হয়, সবার থেকে বেশ এগিয়ে রোনালদো। তার আত্মনিবেদন বা পরিশ্রমের তুলনা চলে না। সাফল্যের জন্য সে অনেক বেশি ক্ষুর্ধাত, যা প্রতি ম্যাচেই দেখা যায়।’

কোহলির মতে রোনালদো পর ফুটবলের ভবিষ্যৎ তারকা হবেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। এ ক্ষেত্রে কোহলি বলেন, ‘আমার চোখে এমবাপ্পে অসাধারণ। গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে সে যে গতিতে বল নিয়ে গোল করেছিল সেটি ভুলে যাওয়া কঠিন। একদিন সে সেরাদের সেরা হবে। নিঃসন্দেহে সে বিশ্বমানের খেলোয়াড়।’


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত হারলে বাংলাদেশের মানুষ এতো খুশি কেন?

ভারত হারলে বাংলাদেশের মানুষ এতো খুশি কেন?

বিশ্রামে অনিহা, ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন কোহলি

বিশ্রামে অনিহা, ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলবেন কোহলি

ট্রফি না জিতেও চ্যাম্পিয়ন্স লিগের সেরা দলে মেসি-রোনালদো

ট্রফি না জিতেও চ্যাম্পিয়ন্স লিগের সেরা দলে মেসি-রোনালদো

রেহাই পেলেন রোনালদো

রেহাই পেলেন রোনালদো